পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : রাজধানীর মিরপুরের বড়বাগ এলাকার একটি বাসা থেকে অজ্ঞাতনামা (২৬) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরনে ছিলো জিন্স প্যান্ট ও চেক শার্ট।
গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরপুর ২ নম্বর সেকশনের বড়বাগ ৩৭/১ নম্বর বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ মিজানুর রহমান জানান, খবর পেয়ে গতকাল সন্ধ্যার দিকে ওই বাসার ২য় তলার ২০৩ নম্বর রুমের খাটের নিচ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। এসময় তার দুই হাত গামছা দিয়ে বাঁধা ও গলায় গামছা পেচানো ছিলো। বাড়ির মালিকের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা জানান, গতকাল ২ যুবক ওই বাসা ভাড়া নেয়। ধারণা করা হচ্ছে, অপর যুবক তাকে শ্বাসরোধ করে হত্যা পর পালিয়ে গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।