পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করে ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে আওয়ামী লীগের অবস্থান জানানো হয়েছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার দুপুর ১টার দিকে তিনি বঙ্গভবনে যান। পরে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার বিষয় নিয়ে ওবায়দুল কাদের এ কথা জানান।
এর আগে গত শনিবার রাতে ওবায়দুল কাদের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাসায় যান। সেখানে নৈশভোজেও অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এর পর রোববার বিকেলে গুলিস্থানে এক অলোচনা সভায় অংশ নিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রধান বিচারপতির সঙ্গে ষোড়শ সংশোধনীর রায় নিয়ে আলোচনা হয়েছে আরও আলোচনা হবে। তবে কী আলোচনা হয়েছে, তা এখনই প্রকাশ করতে চাননি তিনি।
যদিও ওই আলোচনা সভায় তিনি এও বলেছেন যে, ষোড়শ সংশোধনীর পর্যবেক্ষণের বিষয়ে তিনি দলীয় বক্তব্য প্রধান বিচারপতির কাছে তুলে ধরেছেন।
এদিকে শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সোমবার অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা ও নেপালের রাষ্ট্রদূত চপ লাল ভূষাল।
তবে বঙ্গভবনে তাদের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাক্ষাৎ হয়েছে কিনা তা জানা যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।