Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এখন আমরা উন্নয়নের নামে আত্মহত্যার দিকে এগুচ্ছি -আবুল মকসুদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৭, ২:৫৯ পিএম

সুন্দরবনের পাশে রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি জানিয়ে বিশিষ্ট লেখক-বুদ্ধিজীবী সৈয়দ আবুল মকসুদ বলেছেন, ‘সরকার একটি কালেকটিভ বডি বা যৌথ সরকার। সরকার যদি একজন মানুষ হতেন তাহলে সে মানুষটির পায়ে ধরতাম। বলতাম দয়া করে এ প্রকল্পে আর হাত দেবেন না। বলতাম দয়া করে এ আত্মধসের পথে আপনারা যাবেন না। কিন্তু সরকার কোনো একক মানুষ নয়, এর সাথে আরও অনেকে জড়িত। তবে আমরা যারা পরিবেশ নিয়ে কথা বলি তাদের হয়তো শক্তি কম, তবে আমরা প্রতিবাদ জানিয়েই যাব।’
রোববার সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘সুন্দরবনের পাশে তিন শতাধিক নতুন শিল্পকারখানা স্থাপনে অনুমোদন প্রক্রিয়ার প্রতিবাদ ও বাতিলের দাবি’তে এ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
সংবাদ সম্মেলনে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহবায়ক অ্যাডভোকেট সুলতানা কামালসহ সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক বদরুল ইমাম, বাপা’র সাধারণ সম্পাদক ডা: আব্দুল মতিন ও যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ জামিল উপস্থিত ছিলেন।
সৈয়দ আবুল মকসুদ বলেন, অনেকদিন ধরে পরিবেশবাদীদের পক্ষে আবেদন-নিবেদন করা হচ্ছে সরকার যেন সুন্দরবনের পাশে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ থেকে সরে আসে। অনেক মিছিল-মিটিং হয়েছে সারা দেশে। তাতেও সরকারের টনক নড়েনি।
তিনি বলেন, সুন্দরবনের পাশে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ যে ক্ষতিকর হবে তা আজকে হয়ত কেউ বুঝতে পারছে না। কিন্তু এ প্রকল্পের জন্য ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। তারা বলবে ঐ সময়ে এদেশে কি-ধরণের মানুষ ছিলেন? বলবে ঐ আমলের লোকেরা কি জেনে-শুনে আত্মঘাতী কাজটি করেছে?
তিনি বলেন, একাত্তরে যে মুক্তিযুদ্ধ হয়েছিল তা ছিল আত্মউন্নতির জন্য। আর এখন আমরা উন্নয়নের নামে আত্মহত্যার দিকে এগুচ্ছি।
অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, রামপাল বিদ্যুৎ প্রকল্প বিষয়ে সরকারি পরিবেশগত সমীক্ষা ও অন্যান্য প্রতিবেদন অবিলম্বে বাতিল করতে হবে। ইউনেস্কোর নেতৃত্বে একটি আন্তর্জাতিক, নিরপেক্ষ ও বিজ্ঞানভিত্তিক পরিবেশগত সমীক্ষা পরিচালনা করে নতুন স্থান নির্ধারণ করতে হবে।



 

Show all comments
  • শহীদুল ইসলাম ১৩ আগস্ট, ২০১৭, ৭:৩৩ পিএম says : 0
    নাস্তিক বাদিদের বাদ দিয়ে আন্দোলন প্রতিবাদ করেন,ইনশাআল্লাহ শক্তী পাবেন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ