Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চি ঠি প ত্র

| প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

শিক্ষক নিবন্ধন
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) স¤প্রতি চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রিলিমিনারি (বাছাই পরীক্ষা) আগামী আগস্ট মাসে। তারপর ডিসেম্বর মাসে লিখিত পরীক্ষা। কিন্তু এনটিআরসিএ কর্তৃপক্ষের একটি সমস্যার কারণে লাখ লাখ পরীক্ষার্থীর মনে সংশয় ও হতাশা বিরাজ করছে। সেটা হলো উপজেলা ও জেলাভিত্তিক শূন্যপদের সংখ্যা বিজ্ঞপ্তিতে না থাকা।
স¤প্রতি ত্রয়োদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। কিন্তু লিখিত পরীক্ষা ভালো দিয়েও অনেকে উত্তীর্ণ হতে পারেননি। কারণ, উপজেলায় পদ ফাঁকা নেই। চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় একই সমস্যা হতে চলেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ‘উপজেলাভিত্তিক’ মেধাতালিকা করা হবে। কিন্তু বিজ্ঞপ্তিতে কোন উপজেলায় কোন বিষয়ের কী পরিমাণ শূন্য বা ফাঁকা পদ আছে, তা উল্লেখ নেই। ফলে লাখ লাখ পরীক্ষার্থী মনে সংশয় ও হতাশা নিয়ে নির্ধারিত ফি জমা দিয়ে আবেদন করছেন। কেননা পরীক্ষার্থীরা জানেন না, আদৌ তাঁর উপজেলায় শূন্যপদ আছে কি না।
বেকার পরীক্ষার্থীর সঙ্গে এভাবে সময় ও অর্থ নিয়ে খেলা করার কী মানে! সরকারি দপ্তরের কাছ থেকে আমরা কি এতটুকু সংবেদনশীলতা আশা করতে পারি না?
সাধন সরকার
ঢাকা।

অবৈধ দোকান
রাজধানীর হাজারীবাগ থানার দক্ষিণ পাশের তাজমহল সডকসংলগ্ন বাংলা ট্যানারির গেট থেকে জনতা ব্যাংক পর্যন্ত ১৫টি দোকান গড়ে উঠেছে। দীর্ঘদিন যাবৎ এসব গড়ে উঠছে। এই জায়গাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিজস্ব সম্পদ।
একশ্রেণির প্রভাবশালী ব্যক্তি জায়গাটি দখল করে স্থায়ী মার্কেট তৈরি করে মাসে মাসে লাখ টাকা ভোগ করছে। স্থানীয় বাসিন্দারা জেনেও ভয়ে কথা বলছে না। এই মার্কেটের ওপর আবার মাদ্রাসা গড়ে তুলছে। মার্কেটের ছাদ বিবাহ, গায়েহলুদ, জন্মদিন, কুলখানির জন্য ভাডা দিয়ে মাসে কয়েক লাখ টাকা আদায় করা হচ্ছে। পাশে বিপজ্জনক বৈদ্যুতিক খুঁটির নিচে চলছে রান্নার
কাজ। তার পাশেই দীর্ঘদিন ধরে জমছে ময়লার স্তূপ। এতে মানুষের চলাচল ব্যাহত হচ্ছে।
মো. আলাউদ্দিন
ঢাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন