Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের প্রস্তুত হতে বললেন -ওবায়দুল কাদের

| প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আগামী নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের মানসিক, রাজনৈতিক ও সাংগঠনিক ভাবে প্রস্তুত হওয়ার আহŸান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আজকে বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে সুপ্রিম কোর্টের রায়ে খুশি দেখে মনে হয় ক্ষমতার দরজার সামনে চলে এসেছেন। তারা এই রায়ের পর গর্ত থেকে বেরিয়ে এসেছেন। দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনা দিয়ে ওবায়দুল কাদের বলেন, আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। বিএনপি গর্ত থেকে বেরিয়ে এসেছে, যে কোন ধরণের ষড়যন্ত্র করতে পারে।
গতকাল শুক্রবার বিকালে রাজধানীর ধানমন্ডির বঙ্গবন্ধুভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগের শোক দিবসের আলোচনা সভায় তিনি এ নির্দশনা দেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নামক দলটি বিষধর সাপের মত সুযোগ পেলেই ছোবল দেবে। বিএনপির শাসনামল মানেই সারি সারি লাশ। তারা আবার ক্ষমতায় আসলে ভয়ঙ্কর অমানিসায় পতিত হবে।
বিএনপি ক্ষমতায় আসার জন্য আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আবার আমরা দু:সময়ে পতিত হয়েছি। আবার আমরা চক্রান্তের মুখে পড়েছি। আবারো ষড়যন্ত্র হচ্ছে, আবারো ষড়যন্ত্র হচ্ছে। শেখ হাসিনার উন্নয়ন অর্জনকে নস্যাৎ করার জন্য একটি দল বিষধর সাপের মত ছোবল দিতে চাচ্ছে।
দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনা দিয়ে ওবায়দুল কাদের বলেন, আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। বিএনপি গর্ত থেকে বেরিয়ে এসেছে, যে কোন ধরণের ষড়যন্ত্র করতে পারে। তিনি বলেন, আর সেই ষড়যন্ত্র মোকাবেলার জন্য আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা আপনারা, মানসিক, রাজনৈতিক ও সাংগঠনিক ভাবে প্রস্তুত হোন।
দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ শিকড় থেকে একটুও নড়বে না। আপনারা ভোগ নয়, ত্যাগ করতে শিখুন। রাজনীতিতে ভোগ আসবে। টাকা পয়সা নিয়ে দল ভারি করার খারাপ লোকদের দলে টানবেন না।।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. কাউসারের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কর্নেল ফারুক খান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সংগঠনের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ।



 

Show all comments
  • S. Anwar ১২ আগস্ট, ২০১৭, ১:২৭ পিএম says : 0
    নির্বাচনের মাঠে যুদ্ধ করার জন্য.???
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ