পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিশেষ সংবাবদাতা, চট্টগ্রাম ব্যুরো : শ্রাবণের শেষ দিকে এসে বর্ষারোহী মৌসুমি বায়ু সক্রিয় থেকে বিভিন্ন এলাকায় জোরদার হয়ে উঠেছে। এর প্রভাবে গতকাল (শুক্রবার) চট্টগ্রাম, রংপুর, সিলেট, ময়মনসিংহ বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সীতাকুÐে ২২৮ মিলিমিটার। এ সময় ঢাকায় ২৯ মিমি, নেত্রকোনায় ৯২ মিমি, সিলেটে ১০১ মিমি, রাঙ্গামাটিতে ২২৫ মিমি, রাজশাহীতে ২৪ মিমি, রংপুরে ১২২মিমি, খুলনায় ২ মিমি বৃষ্টিপাত হয়েছে। এদিকে আবহাওয়া বিভাগ ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতায় জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিমি) থেকে অতি ভারী (৮৯ মিমি কিংবা আরও ঊর্ধ্বে) বর্ষণ হতে পারে। এ কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভ‚মিধসের আশঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার রাত থেকে গতকাল দিনভর অতিবৃষ্টির সাথে দুই দফায় সামুদ্রিক জোয়ারের পানিতে ফের চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ, হালিশহর, পতেঙ্গা, সাগরিকা, চান্দগাঁও, চাক্তাই খাতুনগঞ্জ, আছদগঞ্জ, বৃহত্তর বাকলিয়া, চকবাজারসহ বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায়। তাছাড়া বর্ষণে নগরীর মুরাদপুর, ষোলশহর, কাতালগঞ্জ, নাসিরাবাদ, শোলকবহরসহ বিভিন্ন স্থানে পানিবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে জনজীবনে নেমে আসে দুর্ভোগ। বর্ষণ ও জোয়ারের সাথে দু’দিন ধরে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে বৃহত্তর চট্টগ্রামে। তবে সমুদ্র বন্দরসমূহের জন্য কোন সতর্ক সঙ্কেত আপাতত নেই।
আজ (শনিবার) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে। এর পরের ৫ দিনে আবহাওয়ার কিছুটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিভাগ চলতি মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আবহাওয়া বিভাগ জানায়, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের বলয় পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয়, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।