পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে আপিল বিভাগ যে পর্যবেক্ষণ দিয়েছেন, সেখানে রাজনীতিকদের ব্যর্থতা আর দুর্বলতা প্রকাশ পাওয়ায় ক্ষমতাসীনরা এর বিরোধিতা করছেন। ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও গণতান্ত্রিক সংবিধানের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনায় এ মন্তব্য করেছেন আইনজীবী, শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণিপেশার মানুষ। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে রাষ্ট্রচিন্তা নামে একটি সংগঠনের আয়োজনে এই আলোচনায় বক্তারা বলেন, বহু বছর ধরে নাগরিক অধিকার, রাজনীতি, সরকার ও বিচারব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের মনে যে ক্ষোভ ও প্রশ্ন ছিল, ষোড়শ সংশোধনীর রায়ে আদালত সে কথাগুলোই বলেছেন। তারা মনে করেন, আদালত তার রায়ে দেশের যে অবস্থা বর্ণনা করেছেন, বাস্তব পরিস্থিতি তারও চেয়ে খারাপ। কিন্তু এই রায় নিয়ে সাবেক প্রধান বিচারপতি এবং আইন কমিশনের চেয়ারম্যানের সংবাদ সম্মেলন অনাকাঙ্ক্ষিত বলেও মন্তব্য করেন তারা। তাছাড়া রায় নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল যে ভাষায় আদালতের সমালোচনা করছে, তা গ্রহণযোগ্য নয় বলেও মনে করেন বক্তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।