Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উত্তরখানে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ গ্রেফতার ৫

| প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


বিশেষ সংবাদদাতা : রাজধানীর উত্তরখানে হেলাল মার্কেট এলাকায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ এ ঘটনায় ৫জনকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে। ধর্ষণের শিকার স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরখান থানার ওসি হেলাল উদ্দিন জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে স্কুলছাত্রী গাজীপুর তার বোনের বাসা থেকে নিজের বাসা উত্তরখান আসছিল। হেলাল মার্কেট এলাকায় এলে তার পূর্বপরিচিত শেখ নাঈম হোসেন অনু (১৮) তাকে ফুসলিয়ে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে আগে থেকেই ছিল আরও চারজন। মোট ৫জন মিলে রাত আড়াইটা পর্যন্ত তাকে ধর্ষণ করে। সে অচেতন হয়ে পড়লে সবাই পালিয়ে যায়। পরে তার চিৎকারে টহল পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এবং তার পরিবারকে খবর দেয়। ওসি আরও জানান, ধর্ষণের শিকার মেয়েটির তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে আসামিকে আটক করা হয়। তারা হলো শেখ নাঈম হোসেন অনু, আহাদুল ইসলাম আহাদ, আবুল কালাম, জাহাঙ্গীর আলম এবং অপু সরকার। তাদের বয়স ১৮ থেকে ২৮-এর মধ্যে। বৃহস্পতিবার ধর্ষিতার মা বাদী হয়ে মামলা করেন। মামলা নম্বর (৯)। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ