Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামিক দলগুলো নারী প্রতিনিধির তালিকা দেননি

নারী প্রতিনিধিত্ব বিএনপি-আওয়ামী লীগ সমান

| প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


পঞ্চায়েত হাবিব : দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় সব পর্যায়ের কমিটিতে নারী প্রতিনিধিত্বে সমান রয়েছে। অপরদিকে এখনো নারী প্রতিনিধির তালিকা জমা দেয়নি ইসলামীক দলগুলো।
অন্যদিকে যেসব রাজনৈতিক দলে সব পর্যায়ে নারী প্রতিনিধিত্ত¡ নাই সে দল গুলো হচ্ছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামী ঐক্যজোট এবং বাংলাদেশ খেলাফত মজলিসসই ইসলামী মনা রাজনৈতিক দল। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসিকে জানিয়েছে তাদের দলে নারী প্রতিনিধি নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ ইনকিলাবকে জানান আরপিও অনুয়াীয় সকল রাজনৈতিক দল গুলোর সব পর্যায়ের কমিটিতে ১৫ শতাংশ নারী সদস্য থাকার কথা রয়েছে। ইসলামিক দলগুলো কী কারণে মানছে না বিষয়টি দেখার পরে ব্যবস্থা নেয়া হবে।
ইসি সূত্রে জানা গেছে, বাংলাদেশের প্রধান বড় দুই রাজনৈতিক দলই তাদের সব পর্যায়ের কমিটিতে ১৫ শতাংশ নারী সদস্য থাকার কথা জানিয়েছে বলে ইসির নির্বাচন সমন্বয় ও সহায়তা শাখার কর্মকর্তারা জানিয়েছেন। কেন্দ্রীয় ও স্থানীয় সব কমিটিতে নারী প্রতিনিধিত্বের যে প্রতিবেদন রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনে জমা দিয়েছে, এতে আওয়ামী লীগ ও বিএনপির একই পরিসংখ্যানে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় পযায়ের কমিটিতে নারী প্রতিনিধিত্ব এখন ১৯ শতাংশ। ২০২০ সালের মধ্যে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দল কেন্দ্রীয় ও তৃণমূলের কমিটিতে গণপ্রতিনিধিত্ব আদেশ নির্ধারিত নারী প্রতিনিধিত্ব (৩৩ শতাংশ) পূরণ করার প্রতিশ্রæতি দিয়েছে। অগ্রগতি প্রতিবেদন জমা দিতে ১৩ জুন দলগুলোকে চিঠি দেয় নির্বাচন কমিশন। এজন্য ১০ জুলাই পর্যন্ত সময় দেওয়া হলেও অর্ধেকেরও কম দলের সাড়া পাওয়ায় তাগিদপত্র দেওয়া হয়। শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের নীতি-নির্ধারকদের বৈঠক শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের নীতি-নির্ধারকদের বৈঠক বিএনপির নীতি-নির্ধারকদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া বিএনপির নীতি-নির্ধারকদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া পরে ৪ অগাস্ট পর্যন্ত সময় বাড়ানো হয়। তবে এখনও পাঁচটি দল প্রতিবেদন দেয়নি বলে ইসির সহকারী সচিব রৌশন আরা ইনকিলাবকে জানিয়েছেন। এই দলগুলো হচ্ছে, বিকল্পধারা বাংলাদেশ, গণফোরাম, বাংলাদেশ তরিকত ফেডারেশন, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। যারা প্রতিবেদন দিয়েছে তাদের অধিকাংশই বর্তমান অবস্থান তুলে না ধরে ২০২০ সালের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে। জাতীয় সমাজতান্ত্রিক তান্ত্রিক দল (জাসদ) বলেছে, তাদের কেন্দ্রীয় কমিটিতে ১১ দশমিক ৯৯ এবং জেলা কমিটিতে ৮ থেকে ১০ শতাংশ নারী সদস্য আছেন। বর্তমানে নিবন্ধিত ৪০ দল- বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, জাতীয় পার্টি-এরশাদ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, গণফোরাম, জাতীয় পার্টি-জেপি, কৃষক-শ্রমিক জনতা লীগ, এলডিপি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশের সাম্যবাদী দল,বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ, জাকের পার্টি .বাংলাদেশ তরিকত ফেডারেশন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গণফ্রন্ট প্রগতিশীল গণতান্ত্রিক দল, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট,বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, খেলাফত মজসিল, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ও বিএনএফ। এছাড়া কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পদবীসহ তালিকা জমা দেয়নি অনেক রাজনৈতিক দল। এগুলো হচ্ছে- বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ ইসলামিক পার্টি (বিআইপি), বাংলাদেশ জনগণতান্ত্রিক দল (বিপিডি), মাতৃভূমি দল, বাংলাদেশ গণশক্তি দল, সম্মিলিত গণতান্ত্রিক পার্টি (বাংলাদেশ), বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, ডেমোক্রেটিক পিপলস পার্টি, ন্যাশনাল আওয়ামী।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ