পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আদালত প্রতিবেদক : ঢাকার দোহারের বৃদ্ধা আয়েশা বেগম (৭০)কে হত্যার দায়ে চার আসামিকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। গতকাল ঢাকার অষ্টম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আহসান তারিক এ রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন, রাজন খাঁ, শাহানাজ বেগম, সুমন বয়াতি ও ফজল ওরফে ফয়জল। রায় ঘোষণার সময় আসামির উপস্থিত ছিলেন। পরে আসামিদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠনো হয়।
মামলা সূূত্রে জানাগেছে, ২০০৮ সালের ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় দোহার থানার সুতারপাড়া গ্রাশ থেকে আয়েশা বেগম নিখোঁজ ছিলেন। পরদিন রক্তাক্ত অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের ছেলে আবদুল কুদ্দুস বাদী হয়ে মামলা করেন। পরে ঘটনার তদন্ত করে ২০০৮ সালের ১৭ ডিসেম্বর চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। অভিযোগপত্রে বলা হয়, বৃদ্ধ আয়েশা বেগমের টাকা ও স্বর্ণালংকার ছিনতাই করার জন্যই তাঁকে হত্যা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।