Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ পর্যায়ে গতিশীলতা আনার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

| প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০২০ সালের মধ্যে সার্বিক প্রজনন হার দুই-এ নামানোর লক্ষ্যমাত্রা অর্জনের জন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের কাজে আরো গতিশীলতা আনতে হবে। তিনি বলেছেন, জনসংখ্যা নিয়ন্ত্রনের কার্যক্রমে সর্বোচ্চ আন্তরিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি দূর্নীতি থেকে সকলকে মুক্ত থাকতে হবে। গতকাল সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ঊর্দ্ধতন কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় সভাপতিত্বকালে তিনি একথা বলেন।

স্বাস্থ্য মন্ত্রী বলেন, সরকারের দূরদর্শী ও কার্যকর পরিকল্পনার ফলে সাম্প্রতিক সময়ে পরিবার পরিকল্পনার কার্যক্রমে সফলতা এলেও কিছু অঞ্চলে কাংখিত সাফল্য আসেনি। সরকার সেই সব দুর্বল অঞ্চলগুলো চিহ্নিত করে বিশেষ নজর দিয়ে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। শীঘ্রই মাঠ পর্যায়ের কার্যক্রমকে জোরদার করতে পরিবার পরিকল্পনায় প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়াসহ কর্মকর্তাদের পদোন্নতির জটিলতা দ্রæত নিরসনের জন্যেও এসময় তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
সভায় অন্যান্যের মাঝে চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সিরাজুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী মোস্তফা সারোয়ার সহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • বিশ্বজিৎ ৭ আগস্ট, ২০১৭, ১১:১৪ এএম says : 0
    ভালো খবর। ধন্যবাদ দৈনিক ইনকিলাব
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ