পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইবি সংবাদদাতা : ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় দুই শিক্ষার্থীকে বহিস্কার করেছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বহিস্কার করা হয়েছে। বহিস্কৃত শিক্ষার্থীরা হলেন আইসিই বিভাগের মহসিন কবির মিঠু ও মাজিদুল হক রুবেল। রোববার বিকেল ভিসি অফিসে এক জরুরী বৈঠকে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়।
জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’ পত্রিকার প্রতিনিধি শাহ আলমের ওপর হামলা করে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৪-১৫ শিক্ষাবর্ষের মস্টার্সের শিক্ষার্থী মহসিন কবির মিঠু ও মাজিদুল হক রুবেল। ঘটনার পর ইবি প্রেস ক্লাব বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দেয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে রোবাবর এক জরুরী বৈঠক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৈঠকে মিঠু ও রুবেলকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিস্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে ওই রাতেই ছাত্রলীগ থেকে মিঠুকে বহিস্কার করা হয়। এদিকে ঘটনার তদন্তে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমানকে আহŸায়ক করে তিন সদস্যের একটি কমিটি করে দিয়েছেন ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী। কমিটির অন্য সদস্যরা হলেন ইতিহাস বিভাগের সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন ও পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেন। কমিটিকে অতিদ্রæত তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এবিষয়ে ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী বলেন,‘আমরা আইনানুগ ব্যবস্তা গ্রহণ করেছি। বিশ্ববিদ্যালয়ে কেউ বিশৃঙ্খলার সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তাই সে যে হোক না কেন।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।