Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিজার্ভ চুরির প্রতিবেদন প্রকাশ করা যাচ্ছে না -অর্থমন্ত্রী

| প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

সিলেট অফিস : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনে মামলা থাকার কারণে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা যাচ্ছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মন্ত্রী গতকাল শনিবার সিলেটে একটি সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, ফিলিপাইনে মামলা থাকায় রিজার্ভ চুরির ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে না। মামলাটি একটি পর্যায়ে গেলে রিপোর্ট প্রকাশ করা হবে। অর্থমন্ত্রী বলেন, ইতোমধ্যে সেই দেশের ব্যাংক বলে দিয়েছে টাকা ফেরত দেবে না। এখন রিপোর্ট প্রকাশ করলে সেটা হিতে বিপরীত হতে পারে। সে কারণে রিপোর্টটি প্রকাশ করা যাচ্ছে না।
পানামা পেপারস কেলেংকারিতে যাদের নাম আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কি না এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, তাদের বিষয়ে তদন্ত চলছে। দুদক বিস্তারিত খোঁজখবর নিচ্ছে। তারা প্রতিবেদন দিলেই ব্যবস্থা নেয়া হবে। এর আগে, অর্থমন্ত্রী সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত সেমিনারে বলেন, সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার জন্য পদক্ষেপ নেওয়া জরুরি, এর জন্য সরকারের পাশাপাশি জনগণকেও আরও সচেতন হতে হবে।
অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বর্জ্য ব্যবস্থাপনার উপর মতামত ও কর্মপন্থা উপস্থাপন করেন। উপস্থিত ছিলেন ড. জামিলুর রেজা চৌধুরী, ড. একেএম আবুল মোমেন, এস এম মাহবুবুর রহমান, আনিসুর রহমান প্রমুখ। সেমিনারে সভাপতিত্ব করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।

 



 

Show all comments
  • Sohrab ৬ আগস্ট, ২০১৭, ১:০১ এএম says : 0
    Thanks ? But ??
    Total Reply(0) Reply
  • S. Anwar ৬ আগস্ট, ২০১৭, ৬:২১ এএম says : 0
    প্রতিবেদন প্রকাশ করতে গেলে হয়তো কেঁচো খুড়তে যদি সাপ বেরিয়ে আসবে?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অর্থমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ