পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিশেষ সংবাদদাতা : চাচাতো বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় আলী ইমাম রাকিব (২০) নামের যুবককে পিটিয়ে পা ভেঙে দিয়েছে বখাটেরা। গতকাল শুক্রবার বেলা দেড়টার দিকে রাজধানীর শেওড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাকিবকে গুরুতর অবস্থায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতালে) ভর্তি করা হয়েছে। রাকিব উত্তরার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। আর তাঁর চাচাতো বোন মেডিকেল শিক্ষার্থী। মিরপুর থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। রাকিবের মা শারমীন আফরোজ সাংবাদিকদের জানান, তাঁদের বাসা পশ্চিম শেওড়াপাড়ার শামীম সরণিতে। রাকিব বেড়াতে আসা চাচাতো বোনকে শেওড়াপাড়া থেকে বাসার নিয়ে আসছিল। শামীম সরণির মুখে আসামাত্র কয়েকজন বখাটে রাকিবের বোনকে অশালীন কথা বলে ও আপত্তিকর অঙ্গভঙ্গি করে। রাকিব এর প্রতিবাদ করে বোনকে নিয়ে বাসায় চলে যান। কিছুক্ষণ পর রাকিব নিচের দোকানে কোমলপানীয় আনতে গেলে বখাটেরা রড দিয়ে তাঁকে পেটানো শুরু করে। রাকিবের বা পা ভেঙে গেছে। তাঁকে রক্তাক্ত অবস্থায় পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গতকাল সন্ধ্যা পর্যন্ত পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।