Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইঙ্গিত দিয়ে লাভ নেই, বাংলাদেশ পাকিস্তান নয় : ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৭, ৩:২১ পিএম

সরকারের পদত্যাগ দাবি করায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘কোন ইঙ্গিত দিয়ে ফখরুল সাহেব সরকারের পদত্যাগ দাবি করেছেন, তা আমরা জানি। তারও মনে রাখা উচিত, বাংলাদেশ পাকিস্তান নয়। পাকিস্তানকে পরাজিত করে স্বাধীন হয়েছে।’

শুক্রবার বাংলা একাডেমিতে শেখ কামালের জন্মদিন উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপির শক্তি দিন দিন কমে যাচ্ছে। চেয়ারপারসন, ভাইস চেয়ারম্যান দেশের বাইরে, তারা কবে আসবেন কেউ জানে না। তারা টেমস নদীর পাড়ে বসে ক্ষমতায় যাওয়ার চোরাগলি খুঁজছেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পঁচাত্তর পরবর্তী সময়ে এদেশের সবচেয়ে জনপ্রিয় শেখ হাসিনার সরকার। বিএনপি নেতারা জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পদত্যাগের প্রলাপ বকতে শুরু করেছেন।’

তিনি বলেন, ‘ফখরুল সাহেব, আপনার মনের জ্বালা আমি বুঝি। আন্দোলনের কথা বলেন, কিন্তু মরা গাঙে জোয়ার আসে না। কবে আসবে জানেনও না। ৮ বছরে ৮ মিনিটের জন্যও রাজপথ উত্তাপ করতে পারেননি। উল্টো এই ব্যর্থতার জন্য আপনাদের টপ-টু-বটম পদত্যাগ করা উচিত।’

আলোচনা সভায় আরও বক্তব্য দেন, সাবেক রাষ্ট্রদূত মমতাজ হোসেন, সংসদ সদস্য র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী প্রমুখ।



 

Show all comments
  • S. Anwar ৪ আগস্ট, ২০১৭, ৯:০৭ পিএম says : 0
    বিএনপি-র শক্তিতো এতোদিনে নিঃশেষ হয়ে যাবার কথা। কিন্তু অগ্নিগিরির মতো দিন দিন বিএনপি-র শক্তিতো আরো বৃদ্ধি পাচ্ছে। চাপাবাজি আর বেশিদিনতো মনে হয় চালানো যাবে না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ