Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

এ রায়ের পর সরকার ক্ষমতায় থাকতে পারে না: ফখরুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৭, ২:২২ পিএম | আপডেট : ২:২৪ পিএম, ৩ আগস্ট, ২০১৭

ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সরকার আর ক্ষমতায় থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদে দেখেছি, ষোড়শ সংশোধনীর রায়ে যা লেখা হয়েছে এরপর কোনো সভ্য দেশের সরকার ক্ষমতায় থাকতে পারে না। সরকারের পদত্যাগ করা উচিত। আমরা সরকারকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি।



 

Show all comments
  • মোঃ মোস্তফা কামাল ৩ আগস্ট, ২০১৭, ৭:৫২ পিএম says : 0
    সংবিধান তৈরি হয় সেই দেশের মানুষ এবং সামাজিক প্রেক্ষাপটের উপর। এই দেশে সংবিধানের দোহাই দিয়ে যে রাজনৈতিক ফায়দা আওয়ামীলীগ ভোগ করছে এবং লুটপাটসহ নানা অনৈতিক কাজ করে যাচ্ছে। এদেশের সাধারন জনগনের এবং গণতন্ত্রের কোনরকম উন্নয়নের দিকনির্দেশনা আছে কী? আর থাকলেও তার প্রতিফলন ঘটছে? নাকি নিছক সংবিধান নামের বাক্য ব্যবহার করে তার নোংরা অপব্যবহার চলছে? - unresisted kamal.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ