Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যথাযথ স্ক্যান করে কন্টেইনার ছাড় দিতে হবে : দুদক চেয়ারম্যান

বিশেষ সংবাদদাতা, চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৭, ৩:৪৫ পিএম

চট্টগ্রাম বন্দরের প্রতিটি কন্টেইনার যথাযথ স্ক্যান করে ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘দুর্নীতির অভিযোগের প্রকৃতি’ বিষয়ক মাঠ পর্যায়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, আমাদের কাছে এমন অভিযোগ আছে বন্দর থেকে স্ক্যান ছাড়াই কন্টেইনার বাইরে চলে যায়। এ সব কন্টেইনারে অস্ত্রও যেতে পারে। তাই বন্দর থেকে প্রতিটি কন্টেইনার স্ক্যান করেই ছাড় দিতে হবে।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে দুদক চেয়ারম্যান বলেন, দুদকের বিভিন্ন অনুসন্ধানী টিম সরকারি অফিসে কাজ করছে। এ ব্যাপারে তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার রুহুল আমীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দুদকের মহাপরিচালক ড. শামসুল আরেফিন, চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান, চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার ইকবাল বাহার প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ