Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার উপদেষ্টা হারুণার রশিদ খান মুন্নুর ইন্তেকাল

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৭, ১০:১৫ এএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি হারুণার রশিদ খান মুন্নু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ মঙ্গলবার ভোরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গিলন্ড এলাকার নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে হারুণার রশিদ খান মুন্নুর বয়স হয়েছিল ৮৮ বছর।

মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক আব্দুল আউয়াল এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মুন্নু দীর্ঘদিন ধরে শ্বাস-প্রশ্বাসজনিত জটিলতা ও নিউরো সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি। শিল্পপতি হারুণার রশিদ খান মুন্নু মৃত্যুকালে স্ত্রী হুরুন্নাহার মুন্নু, দুই মেয়ে আফরোজা খান রিতা, ফিরোজা মাহমুদসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আব্দুল আউয়াল বলেন, হারুণার রশিদ খান মুন্নুর মেয়ে আফরোজা খান রিতা দেশের বাইরে রয়েছেন। তিনি ফেরার পর দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সাবেক এই মন্ত্রী মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ছিলেন। এছাড়া বন্ধ পত্রিকা ‘আমার দেশ’র ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের শ্বশুর তিনি।

উল্লেখ্য, হারুণার রশিদ খান মুন্নু ১৯৯১ সালে মানিকগঞ্জ-২ (শিবালয়-হরিরামপুর) আসনে বিএনপি থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালেও তিনি ওই আসন থেকে এমপি হন। এরপর ২০০১ সালে একই আসনের পাশাপাশি মানিকগঞ্জ-৩ (সদর-সাটুরিয়া) আসনেও সংসদ সদস্য নির্বাচিত হন মুন্নু। এরপর তাকে দফতর-বিহীন মন্ত্রী করা হয়।



 

Show all comments
  • ABU SAYEED KHAN ১ আগস্ট, ২০১৭, ১১:৩৫ এএম says : 0
    we know him since long. we wish for his departed soul. he is a self made man and he tried his level best once he started earning to share with others. the main field he has contributed is on education. he use to tell all once you are qualified you can do best fr yours family and for the human being. I understand that he has created trust and donated his property for the well being of man kinds. he has established many educational institution which was his first target as well as contributed on BD health sector like medical college hospital, nurse institutes etc. once again we wish for his departed soul
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ