Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম কাস্টম হাউসে সাময়িক কাজ বন্ধ

সিএন্ডএফ কর্মীদের বিক্ষোভ

| প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : আড়াই ঘন্টার বেশি সময় চট্টগ্রাম কাস্টম হাউসে কাজ বন্ধ রেখে বিক্ষোভ সমাবেশ করেছে সিএন্ডএফ এজেন্ট কর্মচারী এসোসিয়েশনের কর্মীরা। দুই নেতার লাইসেন্স স্থগিত করার প্রতিবাদে এবং তা ফিরিয়ে দেওয়ার দাবিতে গতকাল (সোমবার) দুপুরে আকস্মিক এক বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। এতে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মতে চট্টগ্রাম কাস্টম হাউস চব্বিশ ঘন্টা চালুর রাখার কাযক্রম আনুষ্ঠানিকভাবে চালুর কয়েক ঘন্টা আগে হঠাৎ অচলাবস্থার মুখে পড়ে দেশের প্রধান সমুদ্র বন্দরভিত্তিক সিংহভাগ রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউস। পূর্ব ঘোষনা অনুয়ালী
সংগঠনের নেতারা জানান, তাদের দুই নেতার লাইন্সেস স্থগিত করে তাদের কারণ দর্শাও নোটিস দেওয়া হয়েছে। এর প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করেন। বিক্ষোভ চলাকালে কাস্টম হাউসে আমদানি-রফতানি শাখায় কার্যক্রম বন্ধ থাকে। সমাবেশ থেকে দাবি মেনে নিতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়। এরমধ্যে দাবি মানা না হলে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত অবস্থান ধর্মঘট কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। আগামী রোবাবারের মধ্যে দাবি না মানলে সোমবার থেকে লাগাতার কর্মবিরতির হুমকিও দেওয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ