Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভ ও তদন্ত কেন্দ্রের ভবন উদ্বোধন করলেন আইজিপ

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৭, ৪:২১ পিএম

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর তদন্ত কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন করলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক বিপিএম, পিপিএম। গতকাল সোমবার দুপুরে তিনি ভবন উদ্বোধন শেষে মোনাজাত ও রেজুলেশন বইতে স্বাক্ষর করেন। এর আগে তিনি ঘাটাইলে পৌছলে গার্ড অব অনার প্রদান করা হয়। সেখানে তিনি মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভ উদ্বোধন শেষে গোপালপুর চলে যান।

এসময় তার সাথে ছিলেন, ঢাকা রেঞ্জের ডিআইজি শহিদুল ইসলাম, টাঙ্গাইলের পুলিশ সুপার মো: মাহবুব আলম, অতিরিক্ত পুলিশ সুপার আসলাম খান, গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকার, গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম ঠান্ডু, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা শারমীন, গোপালপুর থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন প্রমুখ।

এসময় সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ