Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিচারকদের চাকরির বিধি গ্রহণ করেনি আপিল বিভাগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৭, ১২:২৪ পিএম

নিম্ন আদালতে বিচারকদের চাকরির শৃঙ্খলাজনিত বিধিমালা গ্রহণ করেনি আপিল বিভাগ। একই সঙ্গে পরবর্তী আদেশের জন্য আগামী ৬ই আগস্ট দিন ধার্য করা হয়। এসময় খসড়া গ্রহণ না করে আপিল বিভাগ সরকারকে উদ্দেশ্য করে বলে, আসুন, বিষয়টি নিয়ে আমরা বৈঠকে বসি। আজ দুপুর ২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত যে কোন সময়ে বৈঠক হতে পারে। আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল এবং সরকারের কোন এক্সপার্ট থাকে, আপনারা আসেন, এটা নিয়ে রশি টানটানি আর নয়। আমরা বৈঠকে বসবো। রবিবার সকালে প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বেঞ্চে এ বিষয়টি শুনানির জন্য ওঠে। সরকারের দেয়া খসড়া গ্রহণ না করে এসময় আপিল বিভাগ বৈঠকের আহ্বান জানান। এর আগে বৃহস্পতিবার বিকালে আইনমন্ত্রী আনিসুল হক খসড়াটি প্রধান বিচারপতির কাছে হস্তান্তর করে। খসড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, আদালত যেসব বিষয়ে সুপারিশ করেছিল, তার কিছুই সেখানে নেই। উল্লেখ্য, ১৯৯৯ সালের ২রা ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেওয়া হয়। সেখানে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল। খসড়া প্রণয়নের জন্য আদালত সরকারকে বারবার সময় দেয়ার পর গত ২৭শে জুলাই আইনমন্ত্রী এ সংক্রান্ত একটি খসড়া চূড়ান্ত করে প্রধান বিচারপতির কাছে হস্তান্তর করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ