Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রের কথা -রুহুল কবির রিজভী

শেখ হাসিনার যাদুর বাক্স থেকে বেরিয়ে আসে

| প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহম্মেদ বলেছেন, শেখ হাসিনার যাদুর বাক্স থেকে সবসময় খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রের কথা বেরিয়ে আসে। বেগম খালেদা জিয়া চিকিৎসা নেয়ার জন্য লন্ডনে গেছেন। কিন্তু আওয়ামী লীগ নেতারা বিভিন্ন ধরনের মিথ্যা প্রভাকান্ড ছড়াচ্ছেন। পালিয়ে যাওয়ার ইতিহাস খালেদা জিয়ার নেই। পালিয়ে যাওয়ার ইতিহাস একমাত্র শেখ হাসিনাররই আছে। আওয়ামীলীগের উন্নয়ন কয়েক দিনের বৃষ্টিতেই ¤øান হয়ে গেছে। বেগম খালেদা জিয়া দেশ ব্যাপি বিএনপির নতুন সদস্য সংগ্রহ করার এক কোটির টার্গেট দিয়েছেন।
আমরা আশা করছি এরচেয়েও অনেক বেশি সদস্য সংগ্রহ হবে। তিনি গতকাল (শনিবার) সন্ধ্যায় দক্ষিন কেরানীগঞ্জে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্ধোধন কালে জিনজিরায় বিএনপির প্রধান কার্যালয়ে এক অনুষ্টানে উদ্বোধক হিসেবে এিই কথা বলেন। দক্ষিন কেরানীগঞ্জ থানা বিএনপির আহবায়ক হাজী নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এডভোকেট নিপুর রায় চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ডাঃ দেওয়ান সালাহ উদ্দিন, সাধারন সম্পাদক খন্দকার আবু আশফাক , সাংগঠনিক সম্পাদক রেজাউল কবীর পল , বিএনপি নেতা ওমর শাহ নেওয়াজ ও ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি হাজী মাসুম প্রমুখ ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রুহুল কবির রিজভী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ