পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : সাভারে ইউনূস সেন্টার আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে সরকার বাধা দেওয়া ‘স্বৈরতন্ত্রের হিং¯্র রূপ’ উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আন্তর্জাতিক সম্মেলনের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না। এর ফলে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা আরো গভীর হবে।
গতকাল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, একতরফা নির্বাচনের পর থেকে সরকারি দল ও তাদের মিত্ররা ছাড়া প্রকাশ্যে কারও সভা-সমাবেশের অনুমতি দেওয়া হয় না। ঘরোয়া সভায়ও হানা দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সাভারের জিরাবোতে সামাজিক কনভেনশন সেন্টারে নোবেল জয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করার কথা ছিল। মূলবক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জাতিসংঘের সহকারী মহাসচিব টমাস গাসের। কিন্তু পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনূস সেন্টার এক বিবৃতিতে সম্মেলন বাতিলের কথা জানায়।
রিজভী বলেন, ইউনূস সেন্টার আয়োজিত ‘সপ্তম আন্তর্জাতিক সামাজিক ব্যবসা দিবস ২০১৭’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের অনুমতি দেয়নি পুলিশ। সম্মেলনে পাঁচশ বিদেশি অতিথিসহ ৩৬টি দেশের দুই হাজারের বেশি প্রতিনিধির অংশ নেওয়ার কথা ছিল। সম্মেলনে বাধা দেওয়ায় ঘটনা ব্যক্তিগত আক্রোশের বহিঃপ্রকাশ ঘটেছে।
রুহুল কবির রিজভী বলেন, ভোটারবিহীন সরকারের উন্নয়নের গালভরা বুলির বহিঃপ্রকাশ এখন চারিদিকে দেখা যাচ্ছে। সুফল তো নয়, কুফলের দুর্ভোগে মানুষের নাকাল অবস্থা। দীর্ঘদিন ধরে রাজধানীসহ দেশের রাস্তাঘাট, সড়ক-মহাসড়ক, অলিগলি এখন লন্ডভন্ড। এক ঘণ্টার বৃষ্টিতেই রাস্তঘাটের হদিস পাওয়া যায় না।
দেশের মহাসড়কগুলোর বেহাল দশার চিত্র তুলে ধরে বিএনপি এই নেতা বলেন, প্রতিনিয়ত দুর্ঘটনায় মানুষের প্রাণ যাচ্ছে। মানুষ যেদিকেই তাকায় সেদিকেই হতাশা। কর্মসংস্থান নেই, বেকারের সংখ্যা তীব্র মাত্রায় বৃদ্ধি পাচ্ছে, রেমিট্যান্স ব্যাপকভাবে কমে গেছে, বিদেশে কমর্রত হাজার হাজার প্রবাসীকে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, বিনিয়োগের পরিবেশ নেই; ফলে একের পর এক গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে যাচ্ছে। সুতরাং উন্নয়ন শুধু আওয়ামী নেতাদের কণ্ঠে, বাস্তবে নেই।
খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে ক্ষমতাসীনরা ‘ষড়যন্ত্র’ করছে দাবি করে রিজভী বলেন, আওয়ামী নেতারা বিশ্বের বরেণ্য নেতাদের কর্মকান্ড অনুসরণ করেন না, বরং বারবার মিথ্যা বলতে গোয়েবলসীয় তত্ত¡কেই আঁকড়ে ধরেন। ডাহা মিথ্যার ওপরেই তাদেরকে নির্ভর করতে হয়। তিনি বলেন, খালেদা জিয়ার লন্ডনে চিকিৎসা নিয়ে আওয়ামী নেতাদের ষড়যন্ত্র তত্ত¡ প্রচার করাতে সরকার কোনো অশুভ পরিকল্পনা আঁটছে কি না-তা নিয়ে জনমনে ব্যাপক সন্দেহ সৃষ্টি হচ্ছে। আওয়ামী নেতারা যখন বিরোধী নেতাদের বিরুদ্ধে উদ্ভট অভিযোগ করেন তখন বুঝতে হবে সেটি সুদূরপ্রসারী চক্রান্তেরই অংশ। উদ্দেশ্যপ্রণোদিত কোনো গোপন ফন্দি আঁটার বহিঃপ্রকাশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।