Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হলি আর্টিজানে হামলার অন্যতম প্রধান পরিকল্পনাকারী রাশেদ গ্রেফতার

| প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

 স্টাফ রিপোর্টার : হলি আর্টিজানে হামলার অন্যতম প্রধান পরিকল্পনাকারী রাশেদকে (২৪) গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার ভোর নাটোরের সিংরা এলাকা থেকে কাউন্টার টেরোরিজম ইউনিট এবং বগুড়া জেলা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। 

সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে বগুড়া সিংড়াবাজার বাসস্ট্যান্ড এলাকার পূর্ব দিক থেকে রাশেদকে গ্রেফতার করা হয়। রাশেদকে গ্রেপ্তারের অভিযানে অংশ নেয় সিটিটিসি, পুলিশ সদর দপ্তরের আড়িপাতা শাখা এবং বগুড়া ও নাটোর জেলা পুলিশ।
সটিটিসির ভাষ্য, র‌্যাশ নামেও পরিচিত গ্রেপ্তার হওয়া রাশেদ। গ্রেফতারের পর রাশেদকে সিংড়া থেকে ঢাকায় আনা হয়েছে।
২০১৬ সালের ১লা জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারীতে হামলা করে জঙ্গিরা। এই হামলায় ২০ জন নিহত হয়। যাদের মধ্যে ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি এবং ১ জন ভারতীয় নাগরিক ছিলেন। পরে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে নিহত হয় ৬ জঙ্গি।
হলি আর্টিজানে হামলার এই প্রধান পরিকল্পনাকারী আবু জাররা এবং র‌্যাশ নামে পরিচিত। তার বাড়ি নওগাঁ জেলার মান্ডা থানায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ