Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদত্যাগ করলেন নওয়াজ শরিফ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৭, ৩:১৮ পিএম

পেপারস মামলার রায়ে অযোগ্য ঘোষণার দুই ঘণ্টার মাথায় পদত্যাগ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

আজ সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ সর্বসম্মতভাবে নওয়াজকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করে রায় দেয়।

রায় ঘোষণার দুই ঘণ্টারও কম সময়ে নওয়াজ প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানানো হয় প্রধানমন্ত্রীর ভবন থেকে।

খবরে বলা হয়, সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ শুক্রবার সর্বসম্মতভাবে নওয়াজকে অযোগ্য ঘোষণা করে রায় দেয়।

গত বছর ফাঁস হওয়া পানামা পেপারসে নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম ও ছেলে হাসান-হুসেনের নাম আসে। তারা তিনজন ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে নিবন্ধিত বিভিন্ন অফশোর কোম্পানির নামে লন্ডনে সম্পত্তি কেনেন বলে ফাঁস হওয়া নথিতে জানা যায়।

এরপরই বিরোধী পক্ষ নওয়াজ পরিবারের সম্পত্তির হিসাব ও দুর্নীতির তদন্ত করতে সুপ্রিম কোর্টের কাছে দাবি জানায়।

গত জুনে পাকিস্তানের সুপ্রিম কোর্ট জানায়, পানামা পেপারস কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে অপসারণ করার মত পর্যাপ্ত প্রমাণ মেলেনি।

নওয়াজ পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করতে আদালত একটি যৌথ দল গঠনের নির্দেশ দেয় সে সময়।

ছয় সদস্যের এ তদন্ত দলকে নওয়াজ পরিবারের তিন পুরুষের সম্পত্তির হিসাব নিতে বলা হয়; একইসঙ্গে দুই মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়। ওই প্রতিবেদন হাতে পাওয়ার পরই আদালত থেকে নওয়াজের বিরুদ্ধে এই রায় এলো।



 

Show all comments
  • Md. Harun-ur-Rashid ২৮ জুলাই, ২০১৭, ১০:০৬ পিএম says : 0
    THIS IS THE REAL IMAGE OF PAKISTAN. EVERY COUNTRY HAVE AN ARMY BUT PAKISTAN ARMY HAVE A COUNTY.
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ ফিরোজ ছিদ্দিকী ২৯ জুলাই, ২০১৭, ৭:৪০ পিএম says : 0
    পাকিস্তানী বিচার ব্যবস্থায় যদি অপরাধীকে শনাক্ত করে বিচারের আওতায় এনে শাস্তি দিতে পারে,বাংলাদেশ কেন এত পিছিয়ে আছে দুর্নিতী অভীযুক্তদের বিচারের আওতায় এনে পদত্যাগ করাতে ব্যর্থ এখনো।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ