Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যক্তিগত আক্রোশ থেকে সরকার আন্তর্জাতিক সম্মেলনের অনুমতি দেয়নি -রিজভী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৭, ১:১০ পিএম

ব্যক্তিগত আক্রোশের কারণে আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলনের অনুমতি সরকার দেয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

শুক্রবার বেলা সাড়ে ১১ টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, তিন দিনব্যাপী আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন উপলক্ষে বিদেশি অতিথিরাও বাংলাদেশে এসেছেন। সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন। কিন্ত, সরকার হঠাৎ করেই সম্মেলনে বাধা দিয়েছে। ব্যক্তিগত আক্রোশ থেকেই আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলনের অনুমতি দেয়নি সরকার। এতে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হবে।

তিনি বলেন, ৫ জানুয়ারির একতরফা ভোটারবিহীন নির্বাচনের পর সরকার তার মিত্রদের ছাড়া আর কাউকে সভা-সমাবেশের অনুমতি দেয়নি। যারা দেশে একদলীয় শাসন কায়েম করে, তারা দেশের মানুষকে খোয়াড়ের প্রাণী মনে করে।



 

Show all comments
  • Miah Muhammad Adel ২৮ জুলাই, ২০১৭, ৫:১৮ পিএম says : 0
    Albeit, true.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ