পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পঞ্চায়েত হাবিব : তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন শেষ। প্রতিবারের মতো এবারও মাঠ প্রশাসনের কর্মকর্তারা পুরনো দাবিগুলোই তুলে ধরেছেন। পেয়েছেন আগের মতোই আশ্বাস। মাঠ প্রশাসনের গতিশীলতা আনতে এবং তৎপরতা বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিবেন আজ।
মাঠ পর্যায়ে সরকারের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার এজেন্ডার অভিযোগ, স্থানীয় উন্নয়নের লক্ষ্যে নানান দাবি-দাওয়া এবং সুপারিশ দাবি করেছেন জেলা প্রশাসকরা (ডিসি)। তিন দিনব্যাপী সম্মেলনে মোট ২২টি অধিবেশনে ৫৭টি মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং উপদেষ্টারা পৃথক পৃথকভাবে দিক-নির্দেশনা দেন। এসময় মন্ত্রী-প্রতিমন্ত্রীরা জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের কাছ থেকে তাদের দায়িত্ব পালনকালের কি কি বাধা-বিপত্তি, সুবিধা-অসুবিধা এবং প্রয়োজনীয়তার কথা শোনেন এবং সমাধানের প্রতিশ্রæতি দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৩টি নির্দেশনাসহ মোট ৩২১টি নির্দেশনা অনুশাসনের নির্দেশের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার শেষ হলো তিনদিন ব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। গতকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সকাল পৌনে ৯টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত চলে এ সম্মেলন। ৬৪টি জেলার প্রশাসকরা মোট ৮টি অধিবেশনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় করেন। প্রতিবছরের মতো এবারো এসব বৈঠকে ডিসিরা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কাছে তাদের দাবি-দাওয়া এবং সুপারিশ পেশ করেন।
দেশে গুম ও অপহরণ এবং জঙ্গিবাদের মতো ঘটনায় জনমনের আতঙ্ক বাড়ছে। এগুলো বন্ধ করতে পুলিশের তৎপরতা বৃদ্ধির দাবি জানিয়েছেন ডিসিরা। জঙ্গিবাদের বিরুদ্ধে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা সৃষ্টি ও জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসবাদ মোকাবেলার নির্দেশনা দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় জেলা প্রশাসনে সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালনের জন্য ১০ জনের টিম গঠনের প্রস্তাব দিয়েছেন ডিসিরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তৃতীয় দিনের সমাপনী অধিবেশনে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. শফিউল আলম ৩২১টি নির্দেশনা বাস্তবায়নের নির্দেশ দেন। একইসঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশিত ২৩টি নির্দেশনা বিবেচনায় রেখে প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে এবং মাঠ পর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনেরও আহŸান জানান তিনি। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. শফিউল আলম ডিসিদের উদ্দেশে বলেন, আপনারা জেলার শীর্ষ কর্মকর্তা, কিন্তু প্রভু নন। জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করবেন। এই সম্মেলনে আপনারা যেসব সমস্যার কথা বলেছেন সেগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে, যা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সচিবরা প্রতিশ্রæতি দিয়েছেন। তিন দিনের সম্মেলন শেষে সরকারের পক্ষ থেকে কী বার্তা নিয়ে যাচ্ছেন জানতে চাইলে একাধিক বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা বলেন, সব কিছুর ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করবো। কোনও রাজনৈতিক দলের চাপে কিংবা অনুগত হয়ে নয়, প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে নিজ জেলায় দায়িত্ব পালন করবো। এক্ষেত্রে সরকার সব ধরনের সহযোগিতা দেবে এমন আশ্বাস পেয়েছি।
গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সম্মেলন উদ্বোধন করেন। তিনি জেলা প্রশাসকদের উদ্দেশে ২৩টি নির্দেশনা দেন। দ্বিতীয় দিন বুধবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে প্রেসিডেন্ট আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা। এসময় প্রেসিডেন্ট সততা এবং নিষ্ঠার সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনায় সরকারি দায়িত্ব পালনের নির্দেশ দেন। পরে সকাল ৯টায় সচিবালয়ের মন্ত্রী পরিষদ সভাকক্ষে দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হয়। তিন দিনের সম্মেলনে মোট ২২টি অধিবেশনে ৫৭টি মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং উপদেষ্টারা পৃথক পৃথকভাবে দিক-নির্দেশনা দেন। এসময় মন্ত্রী-প্রতিমন্ত্রীরা জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের কাছ থেকে তাদের দায়িত্ব পালন কালের কি কি বাধা- সুবিধা-অসুবিধা এবং প্রয়োজনীয়তার কথা শোনেন এবং সমাধানের প্রতিশ্রæতি দেন। এবার জেলা প্রশাসকদের জঙ্গিবাদের বিরুদ্ধে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা সৃষ্টি ও জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসবাদ মোকাবেলার নির্দেশনার মধ্য দিয়ে শেষ হলো তিন ব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। এবারের সম্মেলনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ডিসিদের সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালনের জন্য ১০ জনের পুলিশ বৃদ্ধি, সরকার স্বাধীন প্রসিকিউশন সার্ভিস করার নীতিগত সিদ্ধান্ত, পিপি, জিপি, এপিপিদের বেতন ভাতা বাড়ানো, ডিসিরা নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত রাখার, ওয়াকফ ও দেবোত্তর সম্পত্তি প্রায়ই কালেক্টরেটের অনুমতি ব্যতিরেকে হস্তান্তর করা হয়। ওয়াকফ ও দেবোত্তর সম্পত্তি ভূমি মন্ত্রণালয়ের। কিন্তু ধর্মমন্ত্রণাল থেকে নিয়ন্ত্রিত হওয়ার বিভিন্ন ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে। বৈবাহিক সনদ প্রদানের জন্য একটি নিদিষ্ট ফরম/নীতিমালা প্রণয়নের প্রস্তাব। ভিক্ষুকমুক্তকরণ ও পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়নের নিমিত্ত প্রতিটি শহরে ভবঘুরেদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র করা। আগ্নেয়াস্ত্র লাইসেন্স ব্যবহার উপযোগী নয় এবং লাইসেন্স জালিয়াতির আশঙ্কা থাকে। সে ক্ষেত্রে পাসপোর্ট বইয়ের আকারে আগ্নেয়াস্ত্র লাইসেন্স বহিতে সীলমোহর ও নিরাপত্তা চিহৃ সন্নিবেশ করা প্রয়োজন দাবি করা হয়। জীববৈচিত্র রক্ষা করা এবং দেশীয় প্রজাতির মাছের বিস্তৃতি রক্ষায় মাছের প্রজনন মৌসুমে প্রান্তিক মৎস্যজীবীদের বিশেষ অনুদান প্রদান এবং শিক্ষিত স্বল্প শিক্ষিতদের প্রশিক্ষণ প্রাপ্ত মৎস্য চাষিদের ঋণ প্রদানের প্রস্তাব দিয়েছেন ডিসিরা। ডিসি সম্মেলনের শেষ দিনে গতকাল বৃহস্পতিবার সকালে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে জেলা প্রশাসকদের নির্দেশনা দেন ভূমি মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, ধর্মবিষয়ক মন্ত্রী, আইন ও বিচার বিভাগ মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, মৎস্য মন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রী এবং সমাজ কল্যাণ প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা। এরপর তাদের নির্দেশনা দেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম। প্রশাসনের গতিশীলতা আনতে এবং তৎপরতা বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা প্রশাসকদের নির্দেশনা দিবেন আজ। স্বাধীন প্রসিকিউশন সার্ভিস হচ্ছে : আইনমন্ত্রী\ আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সরকার স্বাধীন প্রসিকিউশন সার্ভিস করার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। জেলা প্রশাসক সম্মেলনের শেষদিনে আইন মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। ভ্রাম্যমাণ আদালতের জন্য চাওয়া মাত্রই পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী\ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় চাওয়ামাত্রই পুলিশ পাওয়া যাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনায় এই প্রতিশ্রæতি দেন মন্ত্রী। পরে তিনি বিষয়টি সাংবাদিকদের জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ লাইনে সব সময় পুলিশ থাকে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আজ বলে এসেছেন, পুলিশ লাইনে চাওয়ামাত্রই তাঁরা (ডিসি) পুলিশ পাবেন। শুধু পুলিশই নয়, আনসারও থাকে যখন যাকে চাওয়া হবে, তাকেই পাওয়া যাবে। বর্তমানে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।