Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিকুনগুনিয়া নিয়ে চীনে বাংলাদেশি বিশেষজ্ঞের গবেষণা

| প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দেশে চিকুনগুনিয়ার বিস্তার নিয়ে এখনো বাংলাদেশে কোন গবেষণা না করলেও চীন শুরু করেছে। চীনের বিশ্বখ্যাত শ্যানডং বিশ্ববিদ্যালয় এই গবেষণা করবে। গত সপ্তাহে বাংলাদেশে পৌঁছেছেন এই গবেষণা দলের প্রধান ডা. সাইয়েদা জেরিন ইমাম। চিকুনগুনিয়া রোগের প্রতিরোধ, ব্যবস্থাপনা ও নির্মূল করার বিষয়ে গবেষণা করবে তার দল। সাত বছরের বেশি সময় ধরে জনস্বাস্থ্য বিষয়ে গবেষণা করছেন ডা. সাইয়েদা জেরিন ইমাম। দন্তচিকিৎসা বিদ্যায় মৌলিক ডিগ্রি অর্জনের পর ইমাম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্য বিষয়ে স্নাতোকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং বারডেমে গবেষণায় যোগ দেন জেরিন। ডক্টরাল ফেলো হিসেবে শ্যানডংয়ে যাওয়ার পূর্বে তিনি কুয়ালালামপুরে অ্যান্টি মাইক্রোবায়াল ও অ্যান্টি অক্সিডেন্ট সলুশনের লক্ষ্যে ট্রপিক্যাল মেডিসিন নিয়ে গবেষণা করেন।
চীনের শ্যানডং বিশ্ববিদ্যালয় হলো বিশ্বে শীর্ষ গবেষণা বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম। বর্তমানে তিনি রোগ এবং শিশুদের দন্ত রোগ নিয়েও কাজ করছেন। বাংলাদেশে স¤প্রতি চিকুনগুনিয়া রোগের বিস্তারের কারণে অনেক মূল্য দিতে হচ্ছে। এই ক্ষতি কমানো এবং জনসাধারণকে এই রোগ থেকে সুরক্ষা দিতে ডা. সাইয়িদা জেরিন ইমাম বিস্তৃত এই গবেষণা প্রকল্প হাতে নিয়েছেন। ভবিষ্যতে এ রোগের বিস্তার রোধে এই গবেষণা কাজে লাগবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এই গবেষণার প্রথম পর্যায়ের লক্ষ্য হলো এই রোগের বিস্তারে জনসংখ্যা ফ্যাক্টর এবং ঝুঁকির বিষয়ে কাজ করা। এতে করে বাংলাদেশকে বর্তমান ভয়াবহ পরিস্থিতি থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে সহায়ক হবে। এই ক্ষেত্রে ডা. জেরিন এ বিষয়ে প্রাপ্ত তথ্য, রিস্ক ফ্যাক্টর, জনসংখ্যার ডাটা, রোগের বিস্তারের সব সম্ভাব্য কারণ, ব্যবস্থাপনা, চিকিৎসা এবং সুপারিশ দিয়ে সহায়তার জন্যে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন। চলতি বছরের আগস্টের শেষ পর্যন্ত তিনি বাংলাদেশে থাকবেন। ডা. জেরিনের সঙ্গে যোগাযোগের ই-মেইল ঠিকানা- [email protected]|



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ