পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : আগামী ২৯ জুলাই দুই দিনব্যাপী ঢাকা পানি সম্মেলন-২০১৭ রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন । এ সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় হলো- টেকসই উন্নয়নে পানি। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সভাকক্ষে পানি সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, এবারের সম্মেলনে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া ও ডেল্টা কোয়ালিশনভুক্ত অঞ্চলের ২৭টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে ২৩টি দেশ সম্মেলনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে তিনজন মন্ত্রী, তিনজন প্রতিমন্ত্রী এবং অন্য দেশগুলো থেকে সরকারের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। ইতিমধ্যেই ৮২ জন প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করতে তালিকাভুক্ত হয়েছেন। মোশাররফ হোসেন বলেন, এবারের সম্মেলনে নিরাপদ পানি, স্যানিটেশন, পানির গুণগত মান, ব্যবহার এবং সমন্বিত পানি ব্যবস্থাপনার ওপর ৪টি কারিগরি পর্যালোচনা পর্ব অনুষ্ঠিত হবে। আলোচনা পর্বে ৮টি সুনির্দিষ্ট বিষয়ের ওপর বিশেষজ্ঞ পরামর্শ ও মতামত গ্রহণ করা হবে। সম্মেলন শেষে অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে পরামর্শ করে ঢাকা পানি ঘোষণাপত্র গৃহীত হবে। মন্ত্রী বলেন, ‘রাষ্ট্রীয় সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি অভিজ্ঞতালব্ধ জ্ঞান ও প্রযুক্তির বিনিময়ের মাধ্যমে পানি ব্যবস্থাপনা ও সেবার মান বাড়াতে জাতিসংঘের মহাসচিব ও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের উদ্যোগে একটি উচ্চ পর্যায়ের পানি বিষয়ক প্যানেল (এইচএলপিডব্লিউ) গঠন করা হয়েছে। এ প্যানেলে বিশ্বের ১১ জন রাষ্ট্র প্রধান রয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ প্যানেলে একজন গুরুত্বপূর্ণ সদস্য। এসময় পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, প্রতিমন্ত্রী নজরুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।