Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেরুজালেম কার্যালয় বন্ধে নেতানিয়াহুর হুমকি বিদ্বেষমূলক -আল জাজিরা

| প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আল-জাজিরার জেরুজালেম কার্যালয় বন্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দেওয়া হুমকির বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি। ফেসবুক পেজে প্রতিষ্ঠানটি এবং এর কর্মীদের ‘সহিংসতায় উসকানিদাতা’ হিসেবে উল্লেখ করার কয়েক ঘণ্টার মাথায় ইসরায়েলি প্রধানমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানানো হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘বিদ্বেষমূলক’ বলে উল্লেখ করেছে আল-জাজিরা। এ ধরনের হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। পাশাপাশি পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠতার সঙ্গে ফিলিস্তিন ভূখÐের সংবাদ প্রচার করে যাওয়ারও অঙ্গীকার করেছে সংবাদ প্রতিষ্ঠানটি।
গত বুধবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি জেরুজালেমে আল-জাজিরার স¤প্রচার বন্ধ করতে চান। আল-জাজিরা জেরুজালেমের উত্তেজনা নিয়ে স্পর্শকাতর সংবাদ প্রকাশ করছে এমন অভিযোগ এনে বুধবার এ হুমকি দেন তিনি।
এক ফেসবুক পোস্টে নেতানিয়াহু বলেন, আল-জাজিরা টেম্পল মাউন্টকে ঘিরে সহিংসতা ছড়াচ্ছে। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেশ কয়েকবার এই চ্যানেল বন্ধের নির্দেশ দিয়েছি। আইনি জটিলতার কারণে যদি তা সম্ভব না হয় তবে ইসরায়েল থেকে আল-জাজিরাকে সরাতে প্রয়োজনে আমি আইন পাস করাতে উদ্যোগী হব।
নেতানিয়াহুর এ বক্তব্য প্রকাশের কয়েক ঘণ্টার মাথায় প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দেয় আল-জাজিরা। বিবৃতিতে নেতানিয়াহুর বক্তব্যকে ‘নির্বিচারি ও শত্রুতাপূর্ণ’ উল্লেখ করে নিন্দা জানানো হয়। স¤প্রতি আল-জাজিরা বন্ধে কাতারকে সউদী জোটের দেওয়া শর্তের প্রসঙ্গ টেনে বিবৃতিতে আরও বলা হয়, ‘নেতানিয়াহুর বক্তব্যটি চলমান বিদ্বেষপূর্ণ আক্রমণের অন্য আরেকটি পর্ব। ইসরায়েল সরকার তাদের হুমকি কার্যকর করতে গেলে আল-জাজিরা সব ধরনের প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেবে’।
এর আগেও আল জাজিরার বিরুদ্ধে পক্ষপাতমূলক সংবাদ প্রচারের অভিযোগ এনেছিলো ইসরায়েল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ