Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উন্নত চিকিৎসার জন্য দিল্লিতে আহমেদ শফী

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৭, ২:৪০ পিএম

উন্নত চিকিৎসার জন্য ভারতের দিল্লিতে নেওয়া হয়েছে হেফাজতে ইসলামের আমির শাহ আহমেদ শফীকে। আজ শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়।

তার সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন। দুই মাস ধরে তরল খাবার ছাড়া কোন কিছুই খেতে পারছেন না।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য হুজুরকে ভারতের দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বার্ধক্যজনিত বিভিন্ন রোগের চিকিৎসা নেবেন। দিল্লিতে দেওবন মাদরাসার মুহাদ্দিস আল্লামা আরশাদ মাদানীর তত্ত্বাবধানে থাকবেন তিনি।

সংগঠনের আমির কবে দেশে ফিরবেন এমন প্রশ্নে আজিজুল হক ইসলামাবাদির বলেন, এটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে চিকিৎসা শেষে সুস্থ অনুভব করলেই তিনি দেশে ফিরে আসবেন।

বার্ধক্যজনিত রোগে অসুস্থ হয়ে পড়লে গত ১৮ মে আহমেদ শফীকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে ৬ জুন তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। আজগর আলী হাসপাতালে প্রায় ১ মাস ৪ দিন চিকিৎসা শেষে গত ১০ জুলাই চট্টগ্রামে ফিরে আসেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ