Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সহায়ক সরকারের অধীনে নির্বাচনের চ্যালেঞ্জ নিতে অক্ষম আ.লীগ -ফখরুল

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৭, ৩:১৩ পিএম

আওয়ামী লীগ প্রমাণ করেছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার চ্যালেঞ্জ নিতে তারা অক্ষম বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই তারা ৫ জানুয়ারির মতোই এবারও দেশে একটা অর্থবহ নির্বাচন দিতে ব্যর্থ হবে।

শুক্রবার ঠাকুরগাঁওয়ের তাঁতিপাড়াস্থ বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে একটি অনানুষ্ঠানিক বৈঠকে মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিকভাবে বিএনপিকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে এখন খালেদা জিয়া ও তারেক জিয়ার বিরুদ্ধে ব্যক্তিগত বিষোদগার করছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রতি বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্রশ্নে ব্যক্তিগত আক্রমণ না করে রাজনৈতিকভাবে মোকাবিলা করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ কাউকেই গ্রাহ্য করে না, তারা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল নয়। তারা বিরোধীদলকে দমনের জন্য গুম খুনের রাজনীতি করছে।’

তিনি সাম্প্রতিক ঘটে যাওয়া ঠাকুরগাঁওয়ের স্বেচ্ছাসেবক লীগ নেতা মান্নান হত্যার নিন্দা জানিয়ে বলেন, ‘মান্নানের পরিবার কতটুকু সুবিচার পাবে সে ব্যাপারে সন্দেহের অবকাশ আছে।

কারণ হিসেবে তিনি বলেন, আওয়ামী লীগের নিজ দলের মধ্যকার এসব খুনাখুনির কারণ চাঁদাবাজির ভাগ বাটোয়ারা। আর তাই পুলিশ কোনও জিজ্ঞাসাবাদ না করে অভিযুক্তদের জেলহাজতে পাঠানোর ব্যবস্থা করেছে।’

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান,সাবেক সাংগঠনিক সম্পাদক পয়গাম আলীসহ জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ