পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দেশে যেভাবে আওয়ামী লীগ গুলি চালাচ্ছে তাতে গণতন্ত্র প্যারালাইজড হয়ে গেছে।
শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসকল কথা বলেন। রুহুল কবির রিজভী ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলেন, নিজেদের চেহারা আয়নার সামনে দাঁড়িয়ে দেখে নিন।
তিনি বলেন, দেশে যেভাবে গুম, খুন, গুপ্ত হত্যার ভয়াল পরিবেশে মানুষের মনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হচ্ছে তা দূর করার ব্যবস্থা করুন।
রিজভী আ,লীগকে উদ্দেশ্য করে বলেন. অতি দ্রুত সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন।
তিনি বলেন, প্রশাসনের লোকেরা যখন দলীয় আচরণ করেন তাতে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে।
রিজভী বলেন, ৫৭ ধারার মাধ্যমে সাংবাদিকদের নির্যাতন করছে সরকার। তিনি আরো বলেন, আইনমন্ত্রী ৫৭ ধারা বাতিল করার কথা বললেও সেই স্থান থেকে ফিরে এসেছেন।
গ্রেপ্তারকৃত সাংবাদিকদের অবিলম্বে মুক্তির দাবি জানান রিজভী।
আরো উপস্থিত ছিলেন, তৈমুর আলম খন্দকার, শহিদ উদ্দিন চৌধুরি এনি, এ্যাড আব্দুস সালাম আজাদ, এ্যাড মাসুদ আজাদ তালুকদার, এ্যাড সানাউল্লাহ মিয়া, মিয়া শরাফাত আলী সপু প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।