Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসি সচিব মুহাম্মদ আবদুল্লাহকে সরিয়ে ঢাকা বিভাগীয় কমিশনারকে নিয়োগ

| প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : নির্বাচন কমিশন সচিবালয়ের (ইসি) সচিব মুহাম্মদ আবদুল্লাহকে সরিয়ে ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদকে নির্বাচন কমিশন সচিবালয়ের (ইসি) ভারপ্রাপ্ত সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার।
গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক পৃথক প্রজ্ঞাপন করা হয়েছে। প্রজ্ঞাপনে নির্বাচন কমিশন সচিবালয়ের (ইসি) সচিব মুহাম্মদ আবদুল্লাহকে শিল্প মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ ড. নমিতা হালদারকে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া জননিরাপত্তা বিভাগে সংযুক্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হান্নানকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। উল্লেখ গত ২০১৬ সালের ৩০জুন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভুঁইয়াকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল সরকার। তার মেয়াদ শেষ হওয়ার পরে নির্বাচন কমিশন সচিবালয়ের (ইসি) সচিব মুহাম্মদ আবদুল্লাহ শিল্প মন্ত্রণালয়ে যোগদান করবেন।
ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ এর আগে রাজশাহী বিভাগীয় কমিশনার ছিলেন। তার আগে বোয়েসেলের এমডি ছিলেন। এছাড়া ফরিদপুরের ডিসি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। তিনি ১৯৮৫ ব্যাচের একজন কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ