Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

সড়ক দুর্ঘটনা
সড়কে মৃত্যুর মিছিল যেন থামছে না। গাজীপুরের শ্রীপুরেই এই ঈদের বন্ধে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। শুধু এখানে নয়, সারা বাংলাদেশে মোটরসাইকেল দুর্ঘটনার বিশ্লেষণ করলে দেখা যাবে, অপরিণত চালকেরা বেশি দুর্ঘটনার শিকার হন।
অন্যদিকে রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশার প্রহসন চোখে পড়ার মতো। এগুলোর কাঠামোর ডিজাইন সঠিক নয়। এদের নিবন্ধন নেই। ফলে রাতের অন্ধকারে এসব যদি কাউকে চাপা দিয়ে যায়, তাহলেও ধরার উপায় নেই। তারপর এর চালকদের নেই প্রশিক্ষণ। ফলে প্রায় প্রতিদিনই অটো দুর্ঘটনার খবর পাওয়া যায়।
শিশুদের মোটরসাইকেল চালানো নিষিদ্ধ করা হোক। ১৮ বছরের নিচে কেউ মোটরসাইকেল চালালে মালিকানা বাজেয়াপ্ত করার ঘোষণা দেওয়া হোক। আর অনাকাক্সিক্ষত মৃত্যু আমরা দেখতে চাই না। সড়ক দুর্ঘটনা বন্ধে বিভিন্ন সিদ্ধান্তের সঙ্গে এ সিদ্ধান্তগুলোও নেওয়া প্রয়োজন। তা না হলে জেলা-উপজেলা-ইউনিয়ন পর্যায়ের সড়কগুলো ক্রমে মৃত্যুফাঁদ হয়ে উঠবে।
সাঈদ চৌধুরী, গাজীপুর।

পরীক্ষক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি পাস/অনার্স পর্যায়ে ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ বিষয়টি আবশ্যিক বিষয় হিসেবে পড়ানো হচ্ছে। নির্ধারিত শিক্ষক না থাকায় যেকোনো বিষয়ের শিক্ষক বিষয়টি পড়ান। কিন্তু দুঃখজনক বিষয় হলো, পাঠদানের সঙ্গে জড়িত শিক্ষকের পরীক্ষক হওয়ার নিশ্চয়তা নেই। তাঁর নাকের ডগায় অন্য শিক্ষক পরীক্ষক হয়ে ওই বিষয়ের উত্তরপত্র মূল্যায়ন করবেন এ অবস্থায় পাঠদানরত শিক্ষক পাঠদানের আগ্রহ হারিয়ে ফেলছেন। অন্যদিকে পাঠদানবহির্ভূত শিক্ষকেরা সার্বিকভাবে উত্তরপত্র মূল্যায়ন করতে ব্যর্থ হচ্ছেন বলে অভিযোগ উঠছে। ফলে বিষয়টির উদ্দেশ্যই চরমভাবে ব্যাহত হচ্ছে।
এ সমস্যা নিরসন করা না গেলে সামগ্রিকভাবে পাঠদান ব্যাহত হবে।
আবদুল আলীম, রংপুর।


বিসিএসে আবেদন
খবরে জানা গেল, সরকারি কর্ম কমিশনের সভায় সিদ্ধান্ত হয়েছে যে ৩৮তম বিসিএসের জন্য অনলাইনে আবেদন করতে বাধ্যতামূলকভাবে এনআইডি নম্বর লাগবে। প্রসঙ্গত, যুক্তিও দেখানো হয়েছে। কিন্তু যাঁরা ২০১৪ সালে ভোটার হয়েছেন, তাঁরা তো আজও ভোটার আইডি কার্ড পাননি। এখন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক তাঁরা বিসিএস পরীক্ষার জন্য যোগ্য হওয়া সত্তে¡ও শুধু এনআইডির অভাবে আবেদন করতে পারবেন না।
এ প্রসঙ্গে স্থানীয় নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, ভোটার হওয়ার সময় যে মূল স্পিপটা ভোটারকে দেওয়া হয়েছে, তা নির্বাচন অফিসে জমা দিলে এবং ঢাকা থেকে আনিয়ে নেওয়ার জন্য হাজার চারেক টাকা দেওয়া হলে সপ্তাহখানেকের মধ্যে পুরোনো এনআইডি কার্ড পাওয়া যাবে। পরে ১৭ সেপ্টেম্বর বা ১৭ অক্টোবর নাগাদ স্মার্ট কার্ড নেওয়ার সময় এটা জমা দিতে হবে। কেন এই বিড়ম্বনা?
যাঁরা ২০১৪-১৫ সালে ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাঁদের আবেদনের সুযোগ করে দিতে ভোটার নিবন্ধন ফরমের ক্রমিক নম্বর ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার তারিখ ও এলাকা নম্বর উল্লেখ করে অনলাইনে বিসিএসের জন্য আবেদন করার ব্যবস্থা নেওয়া হলে এই ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে।
ফারহানা ইসলাম, চট্টগ্রাম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন