Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজ কার্যালয় চত্বরে প্রধানমন্ত্রীর বৃক্ষ রোপণ

প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১:৩০ এএম, ১৯ জুলাই, ২০১৭

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার তেজগাঁও কার্যালয় চত্বরে দু’টি গাছের চারা রোপণ করেছেন। প্রধানমন্ত্রী গতকাল বিকালে ‘আকাশ নিম’ এবং ‘রুদ্র পলাশ’-এর দুইটি চারা রোপণ করেন। পরে তিনি বাগান ঘুরে দেখেন এবং পরিবেশ রক্ষা ও বাস্তুসংস্থানের ভারসাম্য বজায় রাখতে বর্ষাকালে আরও বেশি সংখ্যক চারাগাছ লাগানোর জন্য সকলের প্রতি আহবান জানান।
প্রধানমন্ত্রী মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব সুরাইয়া বেগম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এবং বাংলাদেশ কৃষক লীগের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

অসুস্থ গোলাম মোস্তফাকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সন্ধ্যায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন বিশিষ্ট ক্রীড়াবিদ গোলাম মোস্তফাকে দেখতে যান। লং জাম্পে সর্বভারতীয় চ্যাম্পিয়ন গোলাম মোস্তফা শহীদ শেখ কামালের সহধর্মিনী সুলতানা কামালের বড় ভাই। তিনি শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছেন। প্রধানমন্ত্রী কর্তব্যরত চিকিৎসকদের কাছে গোলাম মোস্তফার চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তার আত্মীয়-স্বজনদের সঙ্গে কথাবার্তা বলেন। প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ড. সুরাইয়া বেগম এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ড. জুলফিকার লেনিন এসময় উপস্থিত ছিলেন।


শহীদ মতিউরের পিতার মৃত্যুতে শোক
আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঊনসত্তরের গণঅভ্যুত্থানে নিহত শহীদ মতিউর রহমানের পিতা আজাহার আলী মল্লিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি গতকাল এক শোক বিবৃতিতে মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মরহুম আজাহার আলী ঊনসত্তরের গণঅভ্যুত্থানের সময় শহীদ মতিউর রহমানের লাশের পাশে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর মুক্তি দাবি করেন। তিনি বলেন, তিনি (আজাহার আলী) মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে আওয়ামী লীগের একজন শুভাকাক্সক্ষী হয়ে কাজ করে গেছেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আরো বলেন, তার মৃত্যুতে আওয়ামী লীগ একজন নিবেদিত প্রাণকে হারালো।
অপর এক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজাহার আলী মল্লিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। এছাড়াও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ শহীদ মতিউর রহমানের পিতা আজাহার আলী মল্লিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।



 

Show all comments
  • ABM Harez Ali ১৯ জুলাই, ২০১৭, ৬:১৩ এএম says : 0
    Good deed. The whole nation should follow.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ