Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনী রোডম্যাপ নিয়ে অতি উৎসাহী না হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

মন্ত্রী পরিষদের বৈঠক

| প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন (ইসি) যে রোডম্যাপ ঘোষণা করেছে, সে বিষয়ে অতি উৎসাহী না হতে সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রীপরিষদের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, রোডম্যাপ ইসির বিষয়। এই রোডম্যাপ নিয়ে পক্ষে-বিপক্ষে আপনারা কোনও মন্তব্য করবেন না।
গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রীপরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় তিনি এ নির্দেশনা দেন বলে মন্ত্রীপরিষদের বৈঠকে উপস্থিত ছিলেন এমন একাধিক মন্ত্রী বিষয়টি নিশ্চিত করেন।
রোডম্যাপ নিয়ে মন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা যেন একেক জন একেক ধরনের বক্তব্য না দেন, সেদিকেও নজর রাখার নির্দেশনা দিয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং তাদের মাধ্যমে দলীয় নেতাদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, এই রোডম্যাপ বাস্তবায়ন ও কার্যকারিতা দেখতে হবে। এ জন্য কিছুটা সময় প্রয়োজন। কাজেই আগে থেকে এ বিষয়টি নিয়ে কোনও ধরণের মন্তব্য করা ঠিক হবে না।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, আগামী জাতীয় নির্বাচন যাতে না হয়, সেজন্য নির্বাচন নিয়ে বিভিন্ন রকমের ষড়যন্ত্র হতে পারে। নির্বাচন বানচাল করতে আগে থেকেই নানা ষড়যন্ত্র হতে পারে। তবে এটা নিয়ে আমাদের ভয় পেলে চলবে না। ভয়-ভীতির উর্ধে থেকে চোখ-কান খোলা রেখে আমাদের কাজ করতে হবে।
সূত্র জানায়, ইসি ঘোষিত নির্বাচনী রোড ম্যাপ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে কথা বলতে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, এ বিষয়ে দলের সাধারণ সম্পাদক আছেন, তিনি কথা বলবেন। অন্যদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে।
প্রধানমন্ত্রী আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরনের আগাম বা অতিরিক্ত কোনও মন্তব্য না করার জন্যও নির্দেশনা দিয়েছেন বলে বৈঠকে উপস্থিত একাধিক মন্ত্রী জানান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ