Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আখাউড়ার ওসিকে তলব

জীবিতকে মৃত দেখিয়ে প্রতিবেদন

| প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : হজ গমনেচ্ছুৃ মো. আজাদ হোসেনে ভূঁইয়াকে মৃত দেখিয়ে প্রতিবেদন দেয়ার আখাউড়া থানার ওসিকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৩ জুলাই হাইকোর্টে হাজির হয়ে তাকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। পুলিশ প্রতিবেদনে জীবিত ব্যক্তিতে মৃত দেখানো কেন বেআইনি হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র সচিব, ধর্ম সচিব, পুলিশ প্রধান, ব্রাহ্মণবাড়িয়ার এসপি ও আখাউড়া থানার ওসিকে এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পুলিশ প্রতিবেদনে মৃত আজাদ হোসেন ভূঞা ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পুলিশ প্রতিবেদনে মৃত আজাদ হোসেন ভূঞা আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন মো. কায়সার জাহিদ ভূঁইয়া। তিনি সাংবাদিকদের বলেন, আখাউড়ার বাসিন্দা আজাদ হোসেন ভূঞার হজে যাওয়ার কথা ছিল ১৮ বা ২৯ জুলাই।
কিন্তু ২০ জুন ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পুলিশ প্রতিবেদন প্রকাশ করা হয় সেখানে তাকে মৃত উল্লেখ করা হয়। পরে তিনি এ বিষয়ে রিট করেন। শুনানি নিয়ে আখাউড়া থানার ওসিকে তলব করেছেন এবং রুল জারি করেছেন।
ভুক্তভোগী ওই হজযাত্রী আজাদ হোসেন ভূইয়া সাংবাদিকদের জানান, হজে যাওয়ার জন্য নিবন্ধন করেন এবং টাকাও জমা দেন। পুলিশ ভেরিফিকেশনের জন্য আখাউড়া থানা থেকে দারোগা আবুল কালাম আমাকে ফোন দেন। আমি তখন ঢাকায়। আমাকে বলা হলো, ওই দিনই থানায় যোগাযোগ করতে। আমার পক্ষে যাওয়া সম্ভব না জানালে ওই কর্মকর্তা আমার জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্টের ফটোকপি দিয়ে আমার ভাইকে পাঠাতে। কথা মত আমার ভাই থানায় গেলে তাকে বলা হয়, আমার নামে মামলা আছে, আমাকেই থানায় যেতে হবে। আজাদ বলেন, পরদিন আমি থানায় গিয়ে ওই কর্মকর্তার সঙ্গে দেখা করলে তিনি বলেন, আপনার নামে তো মামলা আছে; আবার আপনি বিএনপি করেন। ভেরিফিকেশন পেতে খরচাপাতি করতে হবে। আমি বললাম, আমার নামে দুইটা মামলা আছে, দুইটাই রাজনৈতিক। এ দুই মামলায় প্রথম থেকেই জামিনে আছি। এজন্য তিনি অর্থ দিতেও রাজি হননি বলে জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওসি

২৭ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ