Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নিরাপত্তা দিতে গিয়ে জনবিচ্ছিন্ন করবেন না : এসএসএফকে প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৭, ৩:২৩ পিএম

নিরাপত্তাব্যবস্থার কারণে জনগণের কাছ থেকে যেন বিচ্ছিন্ন হয়ে না যান, সে ব্যাপারে স্পেশাল সিকিউরিটি ফোর্সকে (এসএসএফ) সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জনগণই সব ক্ষমতার উৎস।
আজ শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসএসএফের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন শেখ হাসিনা
প্রধানমন্ত্রী এসএসএফকে উদ্দেশ করে বলেন, ‘জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে তাদের সেবা দেওয়া সম্ভব না। জনপ্রতিনিধি হিসেবে আমরা জনগণের কাছে দায়বদ্ধ। আপনাদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে।’
শেখ হাসিনা আরও বলেন, সরকারের সব কাজ জনগণের কল্যাণের জন্য। জনগণের ইচ্ছা ও নিজেদের দায়িত্ব পালনে সমন্বয়ের জন্য তিনি এসএসএফের প্রতি আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, ভিআইপিদের সঙ্গে জনগণের স্বাভাবিক যোগাযোগ রক্ষা করতে হবে। জনগণের সঙ্গে যেন তাঁদের কোনো দূরত্ব তৈরি না হয়। জনগণের সঙ্গে সম্পর্ক বজায় রেখেই ভিআইপিদের নিরাপত্তা রক্ষা করতে হবে।
এর আগে এসএসএফের মহাপরিচালক মেজর জেনারেল মো. শফিকুর রহমান স্বাগত বক্তব্য দেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, এসএসএফ সদস্যদের নিয়মানুবর্তী, সৎ, দায়িত্বশীল ও মানবিক গুণাবলিসম্পন্ন হতে হবে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • manzoor ১৫ জুলাই, ২০১৭, ৪:০২ পিএম says : 0
    election is knocking at the door.
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ তাজুল ইসলাম ১৫ জুলাই, ২০১৭, ১১:৩০ পিএম says : 0
    শেখ হাসিনাই বর্তমান সময়ে বাংলাদেশের যোগ্যতম প্রধানমন্ত্রী। এসব কথা তাঁর মুখেই মানায়। আল্লাহ তাঁকে (শেখ হাসিনাকে) সুস্থ শরীরে দীর্ঘ্য হায়াত দান করুন। ইসলাম ও জনগণের খেদমত করার তাওফিক দান করুন, আমিন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ