Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদ্মাও বিপদসীমা অতিক্রমের মুখে

| প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৭, ১২:৩৩ এএম

শফিউল আলম : অব্যাহত পানি বৃদ্ধিতে এবার পদ্মা নদীও বিপদসীমা অতিক্রমের ঠিক মুখোমুখি অবস্থায় এসে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে সর্বশেষ তথ্যমতে, মধ্যাঞ্চল তথা ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দে পানি বিপদসীমা ছুঁইছুঁই করছিল। পাউবোর গোয়ালন্দে পানির সমতল পর্যবেক্ষণ পয়েন্টে পদ্মা নদী বিপদসীমা থেকে দু’তিন সেন্টিমিটার নীচে ছিল। যা রাতের মধ্যে ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় দেশের প্রধান দুই নদ-নদী অববাহিকা যমুনা-ব্রহ্মপুত্র এবং গঙ্গা-পদ্মা একযোগে বিপদসীমা অতিক্রমের পর্যায়ে। তাছাড়া গোয়ালন্দের অদূরে যমুনা নদ ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলার আরিচা পয়েন্টে বিপদসীমার দিকে ধাবিত হচ্ছে। এতে করে মধ্যাঞ্চলের উভয় জেলা ও আশপাশের বিস্তীর্ণ এলাকা ইতোমধ্যে প্লাবিত হয়েছে। যা বন্যা বিস্তার ও আরো জটিল আকার ধারণের আলামত বহন করছে। দায়িত্বশীল সূত্র জানায়, গঙ্গা-পদ্মায় পানি বৃদ্ধি পেতে থাকায় গতকাল সকাল পর্যন্ত পদ্মা নদী গোয়ালন্দ পয়েন্টে ১৬ সেমি বেড়ে গিয়ে বিপদসীমার ১০ সেমি নীচে ছিল। সন্ধ্যা নাগাদ পানি আরও ৪ সেমি বেড়ে গিয়ে বিপদসীমার মাত্র ৬ সেমি নীচে (৮ দশমিক ৫৯ মিটার) এবং রাতে শেষ খবর পাওয়া অবধি বিপদসীমা (যা ৮ দশমিক ৬৫ মিটার) ঠিক ছুঁইছুঁই অবস্থায় এসে যায়। যা রাত নাগাদ পার হতে পারে বলে বিশেষজ্ঞদের শঙ্কা। তাছাড়া পদ্মা নদী ঢাকার মুন্সীগঞ্জের ভাগ্যকুল পয়েন্টে পানি বৃদ্ধি পাচ্ছে। এদিকে পাউবোর বিশেষজ্ঞরা পূর্বাভাস দিয়েছেন, গঙ্গা-পদ্মা নদ-নদীসমূহের পানিবৃদ্ধি আগামী ৪৮ ঘণ্টায়ও অব্যাহত থাকতে পারে। গতকাল দেশের দশটি নদ-নদী ১৪টি পয়েন্টে বিপদসীমার উপরে বইছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ