পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রাম ব্যুরো : ভিয়েতনাম থেকে ২০ হাজার টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসেছে জাহাজ। ভিয়েতনামের পতাকাবাহী এমভি-ভিসাই ভিসিটি-০৫ জাহাজটি গতকাল (বৃহস্পতিবার) বেলা সোয়া ১১টায় বহির্নোঙরে বি-অ্যাঙ্কারেজে এসে পৌঁছে। গতকালই খাদ্য বিভাগের কর্মকর্তারা জাহাজটি থেকে চালের নমুনা সংগ্রহ করেছেন। নমুনা পরীক্ষা-নিরীক্ষার পর দ্রæত চাল খালাস শুরু করা হবে।
স্থানীয় এজেন্ট ইউনিশিপের এমডি আবুল হোসাইন জানান, জাহাজটি ১০ জুলাই আসার কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে দুইদিন দেরি হয়েছে। জাহাজটি থেকে খুব শিগগির চাল খালাস শুরু হবে। ভিয়েতনাম থেকে আড়াই লাখ টন চাল আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম পর্যায়ে দেড় লাখ টন চাল আসবে। এর অংশ হিসেবে ২০ হাজার মেট্রিক টন আতপ চালের প্রথম চালানটি বন্দরে আসলো। আগামী ১৯ এবং ২২ জুলাই আরও দু’টি জাহাজ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসার কথা রয়েছে।
জানা গেছে, ভিয়েতনামের হো চি মিন বন্দর থেকে আসা ওই জাহাজটির ড্রাফট বেশি হওয়ায় কিছু চাল বহির্নোঙরে খালাস করা হবে। এরপর জাহাজটি বন্দর জেটিতে ভিড়বে। ভিয়েতনাম থেকে সরকারি পর্যায়ে সর্বশেষ চাল আমদানি হয়েছিল ২০১১-১২ অর্থ বছরে। তখন আমদানি হয়েছিল আড়াই লাখ টন। এবার খাদ্য সংকট মোকাবেলায় ফের ভিয়েতনাম থেকে চাল আমদানি করছে সরকার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।