Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারত প্রীতি-বিরোধিতা বিএনপির অপকৌশল -ওবায়দুল কাদের

| প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা সময় বুঝে ভারত প্রীতি এবং ভারত বিদ্বেষ পোষণ করেন। এটা তাদের অপকৗশল। এখন যেহেতু দেশে নির্বাচনী হাওয়া বইছে সে কারণে ইদানীং তাদের মধ্যে উপরে উপরে ভারত প্রীতি দেখা যাচ্ছে। ভেতরের কথা আমি বলতে চাই না। গতকাল বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমÐলীর সভা শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের আস্থা হচ্ছে বাংলাদেশের জনগণ। ক্ষমতায় যাওয়ার জন্য কোনো বিদেশি শক্তির প্রতি আমরা চাতক পাখির মতো চেয়ে থাকি না। বিএনপি নেতারা আওয়ামী লীগ নেতাদের ব্যক্তিগত আক্রমণ করছে। নানান অশালীন মন্তব্য করছে। মিথ্যাচার করে আগামী নির্বাচনে আওয়ামী লীগের নিশ্চিত জয়কে ঠেকানো যাবে না।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মেসবাহ উদ্দিন সিরাজ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, ফরিদুন্নাহার লাইলী, হাছান মাহমুদ, অসীম কুমার উকিল, হাবিবুর রহমান সিরাজ, আফজাল হোসেন, দেলোয়ার হোসেন, সুজিত রায় নন্দী, শাম্মী আহমেদ, আমিনুল ইসলাম আমিন, বিপ্লব বড়ুয়া প্রমূখ।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আগামী শনিবার লন্ডন সফরে যাবার কথা রয়েছে। সেখান থেকে ফিরে নির্বাচন সময়কালের সহায়ক সরকারের রূপরেখা দেবেন। এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের ভিশন-২০৩০ দেখেছি। সহায়ক সরকারে বিষয়ে তিনি (বেগম জিয়া) বলছেন বলবেন। সবার সবকিছু বলার স্বাধীনতা আছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, ছাত্রলীগের বর্তমান কমিটির মেয়াদ ২৬ জুলাই শেষ হলেও বন্যা পরিস্থিতির কারণে এর মেয়াদ বাড়বে। বলতে পারি খুব বেশি বিলম্বিত হবে না। আশা করি খুব শিগগির জানতে পারবেন ছাত্রলীগের সম্মেলন কবে হবে। ছাত্রলীগ আমাদের ভাতৃপ্রতীম সংগঠন। সেখানে আমাদের হস্তক্ষেপ করার কী আছে? এটা উচিৎ নয়।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে শাম্মী আহমেদের নাম ঘোষণা করে কাদের বলেন, সম্মেলনে কাউন্সিলরসের প্রদত্ত ক্ষমতা বলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শাম্মী আহমেদকে মনোনীত করেছেন। একই সঙ্গে নাট্যব্িযক্তত্ব আতাউর রহমানকে সাংস্কৃতিক উপকমিটির চেয়ারম্যান মনোনীত করা হয়েছে। দলের নতুন সদস্য সংগ্রহের বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমাদের দল প্রতিনিয়ত সদস্য সংগ্রহের বিষয়ে কাজ করছে। আমরা এক্ষেত্রে প্রথমে নতুন ভোটার এবং পরে নারী ভোটারদের উপর ফোকাস দিচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ