Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকেশ্বরী এলাকায় র‌্যাবের গুলিতে নিহত ১

| প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৭, ১২:০০ এএম


বিশেষ সংবাদদাতা : রাজধানীর ঢাকেশ্বরী মন্দির এলাকায় র‌্যাবের সাথে অস্ত্রধারীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে দু’জন র‌্যাবের গুলিতে আহত হয়। পরে গত রাতে চিৎিসাধীন অবস্থায় আলমগীর নামে একজন মারা যায়। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার কিছু পরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধদের কাছ থেকে দু’টি রিভলবার ও প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। একজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। র‌্যাবের দাবি, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য। আহত আব্দুর বারেক (৪২)।
র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. শাহাবুদ্দীন খান সাংবাদিকদের জানান, আহতরা মোটরসাইকেল, প্রাইভেটকার ও টাকা ছিনতাই করে। র‌্যাব গোপন সূত্রে খবর পেয়ে তাদের ওপর নজর রাখছিল। একপর্যায়ে তাদের চ্যালেঞ্জ করা হলে তারা গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে ও ধাওয়া দেয়। তখন তারা ঢাকেশ্বরী মন্দিরের পাশের সড়ক থেকে বকশিবাজার এলাকার দিকে দৌড় দেয়। র‌্যাব গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে আটক করে। অন্যরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আলমগীরের মাথা ও বারেকের পায়ে গুলি লেগেছে। গত রাত সাড়ে ৯টায় আলমগীর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ