Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরহাদ মজহার অপহরণ হননি -আইজিপি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৭, ৩:৪০ পিএম | আপডেট : ৪:৩৭ পিএম, ১৩ জুলাই, ২০১৭

স্টাফ রিপোর্টার : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক বলেছেন, ফরহাদ মজহার অপহরণ হননি। তিনি স্বেচ্ছায় বাসা থেকে বের হয়ে যান।

বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্সে এক সংবাদ সম্মেলনে শহীদুল হক এ কথা বলেন।

আইজিপি বলেন, ‘ঘটনার পর পুলিশসহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ফরহাদ মজহারকে ১৮ ঘণ্টা চেষ্টার পর উদ্ধার করে। এই সময় তিনি মোবাইল ফোনে নিজ স্ত্রী ফরিদা আখতারের সঙ্গে ১০ বার ও তার ভক্ত অর্চনা রানীর সঙ্গে ছয়বার কথা বলেছেন।’

শহীদুল হক বলেন, ‘গত ৩ জুলাই সন্ধ্যা ৭টার কিছু সময় আগে ফরহাদ মজহার খুলনার একটি মার্কেটের দোকান থেকে অর্চনা রানীকে দুই দফায় ১৩ হাজার ও ২ হাজার করে মোট ১৫ হাজার টাকা রকেটের মাধ্যমে পাঠান। এ থেকে পুলিশ প্রাথমিকভাবে সন্দেহ করছে, ওই নারীর টানেই তিনি বাসা থেকে বেরিয়ে যান।’

আইজিপি বলেন, ‘অর্চনা রানীর সঙ্গে যোগাযোগের কথা ফরহাদ মজহারের স্ত্রী নাও জানতে পারেন। সেজন্যই হয়তো ফরহাদ মজহার অপহরণের এই নাটক সাজিয়েছেন।’



 

Show all comments
  • Nur- Muhammad ১৩ জুলাই, ২০১৭, ৩:৫৪ পিএম says : 0
    একজন লেখক সকলের নিকট শ্রদ্ধেয় ও সন্মানিত ব্যাক্তি। ফরাদ মাজার সাহেব যদি এমন ঘটনা ঘটায়ে থাকে, তা হবে অনেক দূঃখজনক ঘটনা। তাই লেখককে দঃখ প্রকাশের জন্য আহবান করছি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ