পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : রাশিয়ার আইনজীবীর সঙ্গে দেখা করার ব্যাপারে বাবা জানতেন না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়র। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজকে তিনি দাবি করেন, ওই বৈঠকটি তেমন কিছুই ছিল না। তবে এ বৈঠককে ভিন্নভাবে সামলানো উচিত ছিল বলে স্বীকার করেছেন তিনি।
হোয়াইট হাউসের তিন কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস-এর খবরে দাবি করা হয়, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনের ব্যাপারে স্পর্শকাতর তথ্য নেওয়ার আশায় রুশ আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ডোনাল্ড ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়র। নিউ ইয়র্কে ট্রাম্প টাওয়ারে রুশ আইনজীবী নাতালিয়া ভেসলনিস্কায়ার সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। খবর অনুসারে, গত বছরে ৯ জুনের সেই বৈঠকে ওই সময় ট্রাম্পের প্রচারণা চেয়ারম্যান পল ম্যানাফোর্ট ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও উপস্থিত ছিলেন। এই বৈঠকের দুই সপ্তাহ পরই রিপাবলিকান দলের হয়ে ট্রাম্পের মনোনয়ন নিশ্চিত হয়। ট্রাম্পের ঘনি মহলের কারও সঙ্গে রুশ নাগরিকদের বৈঠক করার স্বীকারোক্তি এটাই প্রথম বলে মনে করা হচ্ছে। এ ব্যাপারে ফক্স নিউজের পক্ষ থেকে ট্রাম্প জুনিয়রের কাছে জানতে চাওয়া হয় গত বছর অনুষ্ঠিত ওই বৈঠক সম্পর্কে তিনি বাবাকে অবহিত করেছিলেন কিনা। জবাবে ট্রাম্প জুনিয়র বলেন, না, এটা তেমন কিছুই ছিল না। এটিকে বলার মতো তেমন কোনও বিষয়ই মনে হয়নি। অপর এক খবরে বলা হয়, প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের ভাবমর্যাদায় ধস নামার মতো তথ্য থাকতে পারে ভেবে গত বছর রাশিয়ার এক সরকারি নারী আইনজীবীর সঙ্গে দেখা করতে উদগ্র আগ্রহের সঙ্গে সম্মত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। তার বাবার পক্ষে মস্কোর সরকারি সমর্থনের অংশ হিসেবে ওই নারী এসব তথ্য দিতে পারেন বলে ট্রাম্প জুনিয়রকে বলা হয়েছিল। গত মঙ্গলবার প্রকাশিত ট্রাম্প জুনিয়রের ইমেইলগুলো থেকে এসব কথা জানা গেছে। এর আগে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনেও বলা হয়েছিল, নির্বাচনী প্রচারে ডোনাল্ড ট্রাম্পকে সহায়তা করার মস্কোর চেষ্টার অংশ হিসেবেই ওই রুশ আইনজীবী হিলারি সম্পর্কে স্পর্শকাতর তথ্য দেয়ার প্রস্তাব দিয়েছেন, ট্রাম্প জুনিয়রকে এমন কথাই জানানো হয়েছিল। ওই প্রতিবেদনে বলা হয়, সঙ্গীত প্রকাশক রব গোল্ডস্টোন ২০১৬ সালের জুনে ট্রাম্প জুনিয়রের সঙ্গে রুশ আইনজীবী নাতালিয়া ভেসেলনিৎস্কায়ার বৈঠকের আয়োজন করেছিলেন এবং একটি ইমেইলে ট্রাম্পের ছেলেকে ওই কথা জানিয়েছিলেন। গত মঙ্গলবার ওই ইমেইলটিই টুইটারে প্রকাশ করেন ট্রাম্প জুনিয়র। খবরে বলা হয়, প্রকাশিত ইমেইলে দেখা যায়, গোল্ডস্টোন বলছেন, রাশিয়ার ক্রাউন প্রসিকিউটর ট্রাম্পের নির্বাচনী শিবিরকে কিছু দাপ্তরিক কাগজপত্র ও তথ্য দিতে চান যাতে হিলারিকে গ্রেপ্তার এবং রাশিয়ার সঙ্গে তার সম্পর্কের বিষয় আছে, এটি আপনার বাবার জন্য বেশ কার্যকর হতে পারে। জবাবে ট্রাম্প জুনিয়র বলেন, তুমি যেমন বলছ এটা যদি তাই হয়, তবে আমার খুবই ভাল লাগবে। বিষয়টি নিয়ে নিউ ইয়র্ক টাইমস একটি প্রতিবেদন করার পরিকল্পনার কথা জানিয়ে ওই বিষয়ে ট্রাম্প জুনিয়রের মন্তব্য চাওয়ার পরপরই টুইটারে এই ইমেইল প্রকাশ করেন তিনি। গোল্ডস্টোনই নাতালিয়ার সঙ্গে ট্রাম্প জুনিয়রের ওই বৈঠকের আয়োজন করেছিলেন বলে মার্কিন গণমাধ্যমের খবর। রয়টার্স বলছে, গোল্ডস্টোন নাতালিয়াকে ক্রাউন প্রসিকিউটর হিসেবে পরিচয় করিয়ে দিলেও এই পদবীর কোনো সরকারি পদ রাশিয়ায় নেই; কাছাকাছি যে পদ আছে সেটি প্রসিকিউটর জেনারেল। প্রকাশিত ইমেইলে দেখা গেছে, ট্রাম্পের ছেলে হিলারি সম্পর্কে খুবই উচ্চ পর্যায়ের স্পর্শকাতার তথ্য পেতে ওই রাশিয়ার অ্যাটর্নির সঙ্গে দেখা করতে আগ্রহী হন যাকে ট্রাম্পের জন্য রাশিয়া ও তার সরকারের সহযোগিতা হিসেবে বর্ণনা করা হয়েছে। গত বছরের ৯ জুন ওই বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প শিবিরের কর্মকর্তারা রাশিয়ার সহযোগিতাকে স্বাগত জানিয়েছিল- এই ইমেইলকে তার সবচেয়ে বড় প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। ফক্স নিউজ, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।