পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : মাদরাসা শিক্ষার্থীদের জ্ঞানচর্চা বৃদ্ধির লক্ষ্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সারা দেশে আন্তঃমাদরাসা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার বিষয় আরবি ভাষায় উপস্থিত বক্তৃতা ও ইসলামের বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর প্রদান। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় জাতীয় প্রতিযোগিতা-২০১৭ শিরোনামে এ প্রতিযোগিতা জিলা, বিভাগ ও কেন্দ্রীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা উদ্বোধন হবে ঢাকা, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জিলার প্রতিযোগীদের নিয়ে। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান হবে আগামীকাল বুধবার সকাল ১০টায় ঢাকা ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন কমপ্লেক্সে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ আলমগীর। সভাপতিত্ব করবেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ।
অনুষ্ঠানে ঢাকা, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জিলার ফাজিল, ফাজিল (অনার্স), কামিল মাদরাসার প্রিন্সিপ্যাল, ভাইস প্রিন্সিপ্যাল, শিক্ষক ও প্রতিযোগীরা উপস্থিত থাকবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।