Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

জিএসপির নতুন তালিকায়ও নেই বাংলাদেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৭, ১২:৩০ পিএম

২০১৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধায় (জিএসপি) স্থগিতাদেশ জারি করেছিল তৎকালীন ওবামা প্রশাসন। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে সরকারের পরিবর্তন হলেও বাংলাদেশের জন্য কোনো সুখবর নেই।

প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের জিএসপির নতুন তালিকায়ও নেই বাংলাদেশের নাম। সম্প্রতি বার্ষিক জিএসপি পর্যালোচনার সিদ্ধান্ত ঘোষণা করে মার্কিন বাণিজ্য প্রতিনিধি সংস্থা ইউএসটিআর। ঘোষণায় জিএসপির সুবিধা পাওয়া নতুন পণ্য ও দেশের বিস্তারিত বিবরণসহ তালিকা প্রকাশ করা হয়, যাতে বাংলাদেশের নাম নেই।

অন্যদিকে এ সুবিধা পাওয়া দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো— ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ব্রাজিল, একুয়েডর, তুরস্ক, পাপুয়া নিউগিনি, পাকিস্তান, মিসর ও কাজাখস্তান। নতুন জিএসপি কার্যক্রমের আওতায় ১ জুলাই থেকে এ সুবিধা পাচ্ছে দেশগুলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ