Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপি নির্বাচনে যাবে, শেখ হাসিনার অধীনে নয় -রিজভী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৭, ৪:০৯ পিএম

আগামী সংসদ নির্বাচনে বিএনপি অবশ্যই যাবে, তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন, বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে স্বাধীনতা ফোর‍াম কর্তৃক আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, এই জালেম সরকারের বিষাক্ত ছোবলের কাছে কোনো প্রকৃত তথ্য উপাত্ত উঠে আসে না। যারা মিথ্যার মধ্যেই থাকে, তারা সত্য কি করে বুঝবে।

ওবায়দুল কাদেরের সমালোচনা করে রিজভী বলেন, তিনি তো সানগ্লাস পড়েন। তাই অনেক কিছু দেখতে পান না। জনগণের জন্য পার্লামেন্টের দুয়ার বন্ধ হয়েছে গেছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র ভারতের কথায় হচ্ছে। শেখ হাসিনার কারণে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। গুম খুন তো চলছেই।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, খালেদা ইয়াসমিন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ