বিমান হামলায় হুতি রাজনৈতিক প্রধান নিহত
ইনকিলাব ডেস্ক : সউদী বিমান হামলায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের রাজনৈতিক নেতা সালেহ আল-সামাদ নিহত হয়েছেন। তিনি ইয়েমেনের রাজধানী সানা ও অন্যান্য বিদ্রোহী অধ্যুষিত এলাকার নিয়ন্ত্রণকারী
ইনকিলাব ডেস্ক : ভারতের আসাম রাজ্যে বন্যা পরিস্থিতির অবনতিতে ১৮ জনের প্রাণহানি হয়েছে। হাজার হাজার লোক বিভিন্ন অস্থায়ী আশ্রয় কেন্দ্রে গিয়ে উঠেছে। এ বন্যা পরিস্থিতির উন্নতির তেমন কোন লক্ষণও দেখা যাচ্ছে না। গতকাল বৃহস্পতিবার কর্মকর্তারা একথা জানান। আসামের রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার সিনিয়র কর্মকর্তা রাজিব প্রকাশ বড়–য়া বলেন, মৌসুমী বর্ষণ অব্যাহত থাকায় রাজ্যটিতে বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটছে। রাজ্যের প্রধান নগরী গৌহাটি থেকে বড়–য়া বলেন, গত এপ্রিলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এ রাজ্যে মৌসুমী বর্ষণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সেখানে ১৮ জন মারা গেছে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।