পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জঙ্গিবাদ দমনে বাংলাদেশ সারা বিশ্বের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, জঙ্গিবাদ এখন শুধু বাংলাদেশের সমস্যা না, সারা বিশ্বেরই সমস্যা। সকলে মিলে জঙ্গিবাদের বিপক্ষে অভিযান পরিচালনা করে সফলতা অর্জন করেছে বাংলাদেশ। সেই ধারা অব্যাহত রাখতে হবে।
আজ বুধবার ঢাকা সেনানিবাসে পিজিআর এর ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেছেন, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এর উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। যে কোনো দেশ থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী পিছিয়ে থাকবে না। এজন্য সশস্ত্র বাহিনীর জন্য পরিমাণে কম হলেও নানা ধরণের উন্নত সরঞ্জাম আনা হচ্ছে। এসব কেনার ক্ষেত্রে কেউ কেউ সমালোচনা করলেও স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের সশস্ত্র বাহিনী সব দিক থেকেই সমৃদ্ধ থাকবে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের আরেকটি বড় সমস্যা মাদক। সেটা নিয়ন্ত্রণেও পদক্ষেপ নিয়েছি। আশা করি সেখানেও সফলতা পাবো। আমাদের ছেলেমেয়েরা হেসেখেলে লেখাপড়া করে বড় হবে। সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, আমাদের সৌভাগ্য যে আমরা প্রকল্প নিচ্ছি সেটাতেই সবার সহায়তা পাচ্ছি। আমরা আমাদের আর্থ সামাজিক উন্নয়নে যেসব অবস্থান নিচ্ছি সেগুলো ধরে রাখতে পারছি। আমরা চাই দেশ যেন সারাবিশ্বে মাথা উঁচু করে চলতে পারে। সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আমরা এগিয়ে যাচ্ছি।
এ সময় পিজিআর সদস্যদের একাগ্রতা, নিষ্ঠা, শৃঙ্খলাবোধ ও পেশাগত দক্ষতার প্রশংসার পাশাপাশি সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।